রাশেদ সোহরাওয়ার্দী | |
---|---|
![]() | |
জন্ম | ১৯৩৯/৪০ |
মৃত্যু | ৭ ফেব্রুয়ারি ২০১৯ |
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | লন্ডন বিশ্ববিদ্যালয় |
পেশা | লেখক অভিনেতা |
পিতা-মাতা | হোসেন শহীদ সোহরাওয়ার্দী (বাবা) ভেরা আলেক্সান্দ্রভনা ট্রিসেঙ্কো (মা) |
রাশেদ সোহরাওয়ার্দী একজন ব্রিটিশ অভিনেতা ও লেখক ছিলেন যিনি ডক্টর হু (১৯৬৮), জিন্নাহ (১৯৯৮) ও লিজেন্ড (২০১৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[১][২] তিনি রবার্ট অ্যাশবি নামেও পরিচিত ছিলেন।[৩][৪][৫]
রাশেদ সোহরাওয়ার্দী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও ভেরা আলেক্সান্দ্রভনা ট্রিসেঙ্কোর সন্তান।[৬] তিনি পড়াশোনা করেছেন চার্টার হাউস অক্সফোর্ড এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে।[৩] তিনি রয়েল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে পড়াশোনা করে অভিনয় পেশায় যোগ দেন।[৩] তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। তিনি ১৯৭১ সালের ৭ অক্টোবর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি তার সমর্থনের কথা জানিয়ে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নিকট একটি পত্র লেখেন যা পরবর্তীতে সংবাদপত্রে প্রকাশিত হয়।[৭]
রাশেদ সোহরাওয়ার্দী ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৪][৫][৮]