রাষ্ট্রপতি নিকোলাউ লোবাটো আন্তর্জাতিক বিমানবন্দর Aeroporto Internacional Presidente Nicolau Lobato | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | সরকারি | ||||||||||
পরিচালক | পূর্ব তিমুর বেসামরিক বিমান চলাচল বিভাগ | ||||||||||
অবস্থান | দিলি, পূর্ব তিমুর | ||||||||||
এএমএসএল উচ্চতা | ২৫ ফুট / ৮ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ০৮°৩২′৪৭.৫৯″ দক্ষিণ ১২৫°৩১′২৮.৯৯″ পূর্ব / ৮.৫৪৬৫৫২৮° দক্ষিণ ১২৫.৫২৪৭১৯৪° পূর্ব | ||||||||||
রানওয়ে | |||||||||||
|
রাষ্ট্রপতি নিকোলাউ লোবাটো আন্তর্জাতিক বিমানবন্দর (পুরানো নামঃ কমোরো আন্তর্জাতিক বিমানবন্দর) (আইএটিএ: DIL, আইসিএও: WPDL) পূর্ব তিমুরের রাজধানী দিলিতে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরটি পূর্ব তিমুরের বিশিষ্ট রাজনীতিবিদ ও জাতীয় বীর নিকোলাউ দস রেইস লোবাটো-এর নামানুসারে নামকরণ করা হয়েছে।
পর্তুগীজ শাসনামলে বাউকাউ বিমানবন্দর, যেটির দীর্ঘ রানওয়ে রয়েছে, সেটি আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত্ হতো; কিন্তু ইন্দোনেশিয়ান শাসনামলে ১৯৭৫ সালের পর, এই বিমানবন্দরটি কমোরো আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিতি লাভ করে। বিমানবন্দরটি ২০০৬ সালের মে'তে অপারেশন এ্যাসটিউট চলাকালে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে যায়।
দিলি বিমানবন্দরের রানওয়েটি সাধারণভাবে এয়ারবাস এ৩১৯, বোয়িং ৭৩৭-৫০০ অথবা সি-১৩০ হারকিউলিস বিমানের তুলনায় বৃহত্ যানের অবস্থানের অনুপযোগী হলেও ২০০৮ সালের জানুয়ারিতে পর্তুগীজ চার্টার বিমান সংস্থা ইউরোআটলান্টিক এয়ারওয়েজ লিসবন থেকে সরাসরি একটি বিমান পরিবহন করে যাতে গার্ডা ন্যাছিওনাল রিপাবলিকানা'র ১৪০ জন সদস্যের জন্য বোয়িং ৭৫৭ বিমান ব্যবহার করে।[১]
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
এয়ারনর্থ | ডারউইন |
এয়ার তিমুর পরিচালনায়ঃ সিটিলিংক | ড্যানপাসার |
এয়ার তিমুর পরিচালনায়ঃ সিল্ক এয়ার | সিঙ্গাপুর |
লায়ন এয়ার | কুপাং (২০১৬ সালের ২১ অক্টোবর থেকে) |
শ্রীবিজয়া এয়ার | ড্যানপাসার |
শ্রীবিজয়া এয়ার পরিচালনায়ঃ এনএএম এয়ার | ড্যানপাসার[২] |