রাষ্ট্রপতি ভবন | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
স্থাপত্যশৈলী | Delhi Order[১] |
অবস্থান | কর্তব্য পথ, দিল্লি, ভারত |
স্থানাঙ্ক | ২৮°৩৬′৫১.৬৩″ উত্তর ৭৭°১১′৫৯.২৯″ পূর্ব / ২৮.৬১৪৩৪১৭° উত্তর ৭৭.১৯৯৮০২৮° পূর্ব |
বর্তমান দায়িত্ব | দ্রৌপদী মুর্মু, ভারতের রাষ্ট্রপতি |
নির্মাণ শুরু | ১৯১২ |
সম্পূর্ণ | ১৯২৯[২] |
কারিগরী বিবরণ | |
তলার আয়তন | ২,০০,০০০ ফু২ (১৯,০০০ মি২) |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | এডউইন লুটিয়েনস |
রাষ্ট্রপতি ভবন ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। এটি ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত। ব্রিটিশ শাসনকালে এই প্রাসাদটি ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন। এই সময় এটি "ভাইসরয়’স হাউস" নামে পরিচিত ছিল। ১৯৫০ সালে প্রাসাদটি রাষ্ট্রপতি ভবন নামে পরিচিতি লাভ করে।
ভবনের মধ্যে অন্যতম একটি আকর্ষণ এটি। ১৯১৭ সালে এই বাগানের নকশা চূড়ান্ত হয়। প্রাসাদের পশ্চিমপ্রান্তে এর অবস্থান। টিউলিপ থেকে গাঁদা — এই সময় নানা ধরনের তাজা ফুলে রেঙে ওঠে মুঘল গার্ডেন্স। মুঘল গার্ডেন্সের গোলাপ সবচেয়ে বিখ্যাত। এখানে প্রায় ১৫৯ রকমের গোলাপ ফোটে।[৩]
He also invented his own "Delhi Order" of neo-Classical columns that fuse Greek and Indian elements.