রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা | |
---|---|
![]() সীল | |
![]() পতাকা | |
প্রচলিত নাম | NIA |
সংস্থা পরিদর্শন | |
প্রতিষ্ঠাকাল | ২০০৯[১] |
কর্মচারী | ৬৪৯[২] |
বার্ষিক বাজেট | $১৬ মিলিয়ন[২] |
অঞ্চল কাঠামো | |
যুক্তরাষ্ট্রীয় সংস্থা (পরিচালনার অঞ্চল) | ভারত |
পরিচালনার অঞ্চল | ![]() |
আইনী অঞ্চল | ভারত |
পরিচালনা পর্ষদ | ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক |
সাধারণ প্রকৃতি | |
পরিচালনামূলক কাঠামো | |
প্রধান কার্যালয় | নতুন দীল্লি, ভারত |
দায়বদ্ধ নির্বাচিত কর্মকর্তা | |
সংস্থার কার্যনির্বাহক | |
ওয়েবসাইট | |
www |
রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা ( এনআইএ) বা নিয়া ভারত সরকার দ্বারা স্থাপিত ভারতে সন্ত্ৰাসবাদের বিরুদ্ধে অনুসন্ধান করা কেন্দ্ৰীয় সংস্থা।[৩] এটি কেন্দ্ৰীয় সন্ত্ৰাসবাদ বিরোধী আইন প্ৰণয়ন সংস্থা হিসেবে কাজ করে। রাজ্যসমূহের বিশেষ অনুমতি না নিয়েই রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা সন্ত্ৰাসবাদ বিরোধী কাৰ্যকলাপ চালাতে পারে। ২০০৮ সালের ৩১শে ডিসেম্বর সংসদে গৃহীত হওয়া রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা বিধি ২০০৮ অনুসারে এর প্ৰতিষ্ঠা করা হয়েছিল।[৪][৫][৬][৭]
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্ৰাসবাদীদের আক্ৰমণের ঠিক পরেই ভারত এক স্বতন্ত্ৰ সন্ত্ৰাসবাদ বিরোধী অনুসন্ধান সংস্থার অভাব অনুভব করে। এজন্য রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা স্থাপন করা হয়েছিল। এর দণ্ডাজ্ঞার হার অতি উচ্চ এবং বৰ্তমানে এই হার ৯৫%। পঞ্জিভূত করা ১৮৫টির মধ্যে ১৬৭টিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।[৮]
রাধা বিনোদ রাজু এর প্ৰথম সঞ্চালক প্ৰধান ছিলেন।[৯][১০] বৰ্তমান ভারতীয় পুলিশ সেবা অফিসার যোগেশ চান্দের মোদী এর সঞ্চালক প্ৰধান। তিনি ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে এই পদে অধিষ্ঠিত আছেন।[১১]