Rasmus Lerdorf | |
---|---|
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব ওয়াটারলু |
পেশা | Distinguished Engineer, Etsy |
ওয়েবসাইট | lerdorf |
রাসমুস লার্ডফ (জন্ম ২২ নভেম্বর ১৯৬৮) একটি গ্রীনল্যান্ডিক-ডেনিশ প্রোগ্রামার। তিনি পিএইচপি স্ক্রিপ্টিং ভাষার প্রণয়ন এবং অনুপ্রেরণাদানকাী। তিনি ভাষাটির প্রথম দুটি সংস্করণ প্রণয়ন ও উন্নয়ন করেন, পরের সংস্করণগুলোতে একটি ডেভেলপার গ্রুপের সাথে এর উন্নয়নের কাজে থাকেন যার সদস্য ছিলেন জিম উইনস্টেড (blo.gs এর নির্মাতা), স্টিগ ব্যাকেন, শেন ক্যারাভিয়ো, অ্যান্ডি গুটম্যানস এবং জিভ সুরাসকি। তিনি এই প্রকল্পে অবদান রাখা অব্যাহত রেখেছেন।
লার্ডফ এর পরিবার ডেনমার্ক এর গ্রীনল্যান্ড থেকে কানাডা যান ১৯৮০ সালে, এবং পরে কিং সিটি, অন্টারিও—তে যান ১৯৮৩ সালে।[১] তিনি সেখানে কিং সিটি সেকেন্ডারি স্কুল থেকে ১৯৮৮ সালে পাশ করেন, এবং ১৯৯৩ সালে ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে স্নাতক সম্পন্ন করেন এর ফলিত বিজ্ঞান এর সিস্টেম নকশা প্রকৌশলের উপরে। তিনি অবদান রেখেছেন এপাচি এইচটিটিপি সার্ভার এ এবং তিনি এমএসকিউএল এ লিমিট ক্লজ যোগ করেছিলেন। লিমিট ক্লজের একটি বিকল্প পন্থা ইতোমধ্যে প্রচলিত ছিল প্রায় এক দশকের জন্য মেইনফ্রেম রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে (যেমন ওরাকল RDB চলমান VAX/VMS পূর্বে থেকে ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন), কিন্তু দৃশ্যত, এটা পিসি-ভিত্তিক ডাটাবেজের জন্য ছিল না। এটা পরে বিভিন্ন অন্যান্য SQL-সামঞ্জস্যপূর্ণ DBMS এর ভেতরেও নেয়া হয়।[২][৩] তিনি পিএইচপি‘র প্রথম সংস্করণ প্রকাশ করেছিলেন ১৯৯৫ সালে।[৪]
২০০২ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০০৯ পর্যন্ত লার্ডফ ইয়াহু! ইনক এ কর্মরত ছিলেন একজন অবকাঠামো স্থাপত্য প্রকৌশলী হিসেবে। ২০১০ সালে তিনি যোগ দেন উইপেতে তাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বিকশিত করার জন্য। [৫] ২০১১ সাল জুড়ে তিনি নানান স্টার্টআপের জন্য জন্য উপদেষ্টা ছিলেন। ২২ ফেব্রুয়ারি ২০১২ সালে তিনি টুইটারে ঘোষণা যে তিনি যোগদান করেছেন Etsy তে।[৬] জুলাই, ২০১৩ সালে লার্ডফ Jelastic এ যোগদান করেন নতুন প্রযুক্তি সৃষ্টির জন্য একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে তাদের সাহায্য করার জন্য।[৭]
লার্ডফ একজন ওপেন সোর্স সম্মেলন এর বক্তা হিসেবে সারা বিশ্বে আলোচিত। ২০০৭ সালে তার ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উপর কীনোট উপস্থাপনায় তিনি সেই কনফারেন্সে প্রদর্শিত প্রতিটি প্রকল্পেরই একটি করে দৌর্বল্য তুলে ধরেন। [৮]
২০০৩ সালে এমআইটি টেকনোলজি রিভিউ তাকে ৩৫ বছর বয়সের নিচের সেরা ১০০ উদ্ভাবক হিসেবে উল্লেখ করে। [৯]