ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | রাহিম সাকুইল স্টার্লিং | ||||||||||||||||
জন্ম | ৮ ডিসেম্বর ১৯৯৪ | ||||||||||||||||
জন্ম স্থান | কিংস্টন, জ্যামাইকা | ||||||||||||||||
উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি)[১] | ||||||||||||||||
মাঠে অবস্থান | উইঙ্গার,এটাকিং মিডফিল্ডার | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | চেলসি | ||||||||||||||||
জার্সি নম্বর | ১৭ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
১৯৯৯–২০০৩ | আলফা এন্ড ওমেগা | ||||||||||||||||
২০০৩–২০১০ | কুইন্স পার্ক রেঞ্জার্স | ||||||||||||||||
২০১০–২০১২ | লিভারপুল | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০১২–২০১৫ | লিভারপুল | ৯৫ | (১৮) | ||||||||||||||
২০১৫–২০২২ | ম্যানচেস্টার সিটি | ২২৫ | (৯১) | ||||||||||||||
২০২২– | চেলসি | ০ | (০) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০১২– | ইংল্যান্ড | ৭৭ | (১৯) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:৪৫, ২২ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২২:৫৯, ১৪ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
রাহিম স্টার্লিং ইংল্যান্ডের একজন পেশাদার ফুটবলার। তিনি উইঙ্গার ও এটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছে। তিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছেন।
স্টার্লিং জ্যামাইকায় জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা সেখানেই কেটেছিল। ৫ বছর বয়সে সে মা'র সাথে যুক্তরাজ্যে চলে আসে। তার ৯ বছসে বাবা জ্যামাইকায় খুন হন।
২০১০ সালে রাহিম স্টার্লিং কুইন্স পার্ক রেঞ্জার্স থেকে ৫ মিলিয়ন পাউন্ডের বিনিময় লিভারপুলে যোগ দেয়। ২০১০ সালের ১ আগস্ট লিভারপুলের হয়ে অভিষেক হয়। লিভারপুল যুবদলের হয়ে হাইবারনিয়ানের বিপক্ষে প্রথম গোল করেন।
২০১২ সালের ২৪ মার্চ লিভারপুল মূল দলের হয়ে অভিষেক হয়। সেই সময় টার বয়স ছিলো ১৭ বছর ১০৭ দিন।
১২ জুলাই ২০১৫ সালে ৪৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। ম্যানচেস্টার সিটির সাথে ৫ বছরের চুক্তি করেন তিনি।
১. "History boys: Dalglish to get teenage kicks in Prague with Liverpool starlet Sterling". Daily Mail. London. 16 February 2011. Retrieved 22 April 2011.
২. "Revealed: August's Player of the Month". Liverpool F.C. Retrieved 2015-10-21.
৩. "Sterling, Raheem". National Football Teams. Retrieved 12 November 2016.