রাহুল রায় | |
---|---|
জন্ম | রাহুল রায় ৯ ফেব্রুয়ারি ১৯৬৮[১][২] বোম্বে, মহারাষ্ট্র, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | দ্য লরেন্স স্কুল |
পেশা | অভিনেতা, মডেল, প্রযোজক |
কর্মজীবন | ১৯৯০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রাজালক্ষ্মী (বি. ২০০০–২০১৪) |
পুরস্কার | নিচে দেখুন |
রাহুল রায় (জন্ম: ৯ ফেব্রুয়ারি ১৯৬৮) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। এছাড়াও বলিউড এবং টেলিভিশনে তাঁর কাজের জন্য তিনি একজন প্রাক্তন মডেল হিসেবে অধিক পরিচিত।[৩][৪] ১৯৯০ সালে, ব্লকবাস্টার চলচ্চিত্র আশিকির মধ্য দিয়ে রাহুল তার অভিনয় জীবন শুরু করেছিলেন; তিনি মহেশ ভাটের প্রযোজনায় নবাগত অনু আনারওয়ালের সাথে মুখ্য অভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন। অতঃপর ১৯৯২ সালে, তিনি সুধাকর বোকাডের প্রণয়ধর্মী চলচ্চিত্র স্বপ্নে সজন কে-এ কারিশমা কাপুরের বিপরীতে অভিনয় হয়েছিলেন।[৫][৬] রাহুল আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন ক্লাবের এশিয়ান একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের আজীবন সদস্যপদ লাভ করেছেন।[৭][৮][৯]
১৯৯৩ সালে, রাহুল মহেশ ভাটের আত্মজীবনীমূলক চলচ্চিত্র ফির তেরি কাহানী ইয়াদ আয়েতে একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছিলেন, রাহুলের চরিত্রটি চলচ্চিত্র নির্মাতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই চলচ্চিত্রটি জি টিভির প্রথম মূলধারার প্রযোজনা ছিল। অতঃপর রাহুল ভট্টের প্রযোজনায় জানাম ছবিতে অভিনয় করেছিলেন, যা বিক্রম ভাটের পরিচালনায় অভিষেক ছিল।[১০][১১][১২]
২০০৬ সালে, রাহুল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বসের ১ম আসর অংশ নিয়েছিলেন এবং উক্ত আসরের চ্যাম্পিয়ন হয়েছিল।[১২] অতঃপর রাহুল চলচ্চিত্র প্রযোজনায় অংশ নিয়েছেন। তাঁর কোম্পানি, রাহুল রায় প্রোডাকশনস, ইলান নামে তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র প্রকাশ করেছিল; যেটি ২০১১ সালের ২৫শে নভেম্বর তারিখে মুক্তি পেয়েছিল। উক্ত চলচ্চিত্রে রাহুল এবং ঋতুপর্ণা সেনকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।[১৩]
সাল | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
১৯৯০ | আশিকি | রাহুল | [১৪] |
১৯৯১ | পেয়ার কা ছায়া | অবিনাশ 'অভি' সাক্সেনা | [১৫] |
বারিশ | [১৬] | ||
১৯৯২ | জুনুন | বিক্রম | [১৭] |
গজব তামাশা | সিতা রাম | [১৮] | |
দিলওয়ালে কভি না হারে | রাহুল | [১৯] | |
জনম | অমর এস. রাও | [২০] | |
স্বপ্নে সজন কে | দীপক | [২১] | |
১৯৯৩ | পেহলা নাশা | স্বভূমিকা | [২২] |
গুমরাহ | রাহুল মালহোত্রা | [২৩] | |
ভূকম্প | রাহুল সিং | [২৪] | |
গেম | বিজয় | [২৫] | |
ফির তেরি কাহানী ইয়াদ আয়ে | রাহুল | [২৬] | |
১৯৯৪ | হাঁসতে খেলতে | রাহুল চোপড়া | [২৭] |
১৯৯৬ | মঝধার | কৃষ্ণ | [২৮] |
মেঘা | আকাশ | [২৯] | |
১৯৯৭ | ধর্ম কর্ম | কুমার | [৩০] |
নসিব | দীপক | [৩১] | |
১৯৯৮ | আচানক | বিজয় নন্দা | [৩২] |
১৯৯৯ | ফির কভি | বিক্রম | [৩৩] |
২০০০ | তুনে মেরা দিল লে লিয়া | বিজয় | [৩৪] |
২০০১ | আফসানা দিলওয়ালো কা | আনওয়ার | [৩৫] |
২০০৫ | মেরি আশিকি | ড্যানিয়েল | |
২০০৬ | বিপাশা – দ্য ব্ল্যাক বিউটি | উকিল | |
বিদ্ধার্থি | পুলিশ | ||
নটি বয় | সিংহানিয়া | [৩৬] | |
২০১০ | ক্রাইম পার্টনার | ||
আদা...এ ওয়ে অফ লাইফ | |||
২০১৫ | ২বি অর নট টু বি | নিখিল | |
২০১৭ | ২০১৬ দি এন্ড | ||
২০১৮ | নাইট অ্যান্ড ফগ | তানভীর আহমেদ | [৩৭][৩৮] |
২০১৯ | এ থিন লাইন | মিস্টার থাপার | |
ক্যাবারে | রাহুল রায় | ||
২০২০ | আগ্রা | [৩৯] |
সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল | টীকা |
---|---|---|---|---|
১৯৯৮ | ক্যায়সে কাহু | জি টিভি | ||
২০০৩–০৪ | কারিশমা – দ্য মিরাকলস অফ ডেস্টিনি | রাহুল | সাহারা ওয়ান | |
২০০৬ | বিগ বস ১ | প্রতিযোগী | সনি টিভি | |
২০১৬ | কমেডি নাইটস বাঁচাও | অতিথি | কালার্স |
সাল | পুরস্কার | মনোনীত কাজ | ফলাফল |
---|---|---|---|
১৯৯২ | ফিল্মফেয়ার পুরস্কার | জুনুন | মনোনীত |
২০০১ | ওগাওয়া শিনসুকে পুরস্কার | মাজমা | মনোনীত |
২০০৪ | এসসিএএম পুরস্কার | সুন্দর নগরী | বিজয়ী |
২০১৫ | সোসাইটি ইন্টেরিয়র্স পুরস্কার | ১৪তম সোসাইটি ইন্টেরিয়র্স পুরস্কার প্রতিযোগিতা | বিজয়ী |