রিক রাইঅর্ড্যান | |
---|---|
জন্ম | সান অ্যান্টোনিও, টেক্সাস | জুন ৫, ১৯৬৪
পেশা | লেখক |
ধরন | কল্পসাহিত্য, গোয়েন্দা সাহিত্য, পৌরাণিক সাহিত্য |
উল্লেখযোগ্য রচনাবলি | পার্সি জ্যাকসন অ্যান্ড দি অলিম্পিয়ানস সিরিজ |
স্বাক্ষর | |
ওয়েবসাইট | |
http://www.rickriordan.com |
রিচার্ড রাসেল "রিক" রাইঅর্ড্যান, জুনিয়র (জন্ম ৫ জুন, ১৯৬৪) [১] জনপ্রিয় পার্সি জ্যাকসন অ্যান্ড দি অলিম্পিয়ানস সিরিজের রচয়িতা। এছাড়াও তিনি প্রাপ্তবয়স্কদের জন্য ট্রেস ন্যাভারে রহস্য সিরিজ রচনা করেছেন[২] এবং পার্সি জ্যাকসন সিরিজ বিষয়ক সহায়ক প্রবন্ধ সংকলন ডেমিগডস অ্যান্ড মনস্টারস বইটির সম্পাদনায় সাহায্য করেছেন। স্কলাস্টিক কর্পোরেশন প্রকাশিত দ্য ৩৯ ক্লুজ সিরিজের প্রথম দশটি বই রচনাতেও তিনি সাহায্য করেন। উক্ত সিরিজের প্রথম বই দ্য মেজ অফ বোনস তারই রচনা।[৩]
রাইঅর্ড্যানের জন্ম টেক্সাসের সান অ্যান্টোনিওতে।[৪] ১৯৮৬ সালে ইংরেজি ও ইতিহাসে ডাবল-মেজর সহ অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে তিনি স্নাতক হন।[৫] পনেরো বছর ক্যালিফোর্নিয়া ও সান অ্যান্টোনিওর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন।[৬] ২০০২ সালে সেন্ট মেরি হলের প্রথম মাস্টার টিচার অ্যাওয়ার্ডে ভূষিত হন।[৭]
রাইঅর্ড্যান একাধিক পুরস্কার-বিজয়ী লেখক।[৮] তিনি প্রাপ্তবয়স্কদের জন্য ট্রেস ন্যাভারে রহস্য সিরিজের রচয়িতা। তার দ্য মেজ অফ বোনস বইটি ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার তালিকার শীর্ষে ছিল।[৯] তার পার্সি জ্যাকসন অ্যান্ড দি অলিম্পিয়ানস সিরিজটি এক প্রাচীন গ্রিক দেবতার একালের ছেলের অ্যাডভেঞ্চারের গল্প। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এই সিরিজের চলচ্চিত্র সত্ত্ব ক্রয় করেছে। এই কাহিনির ভিত্তিতে একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছে ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি।[১০] রিক রাইঅর্ড্যান সান অ্যান্টোনিওতে তার স্ত্রী ও দুই পুত্রের সঙ্গে বাস করেন। রাইঅর্ড্যান জানিয়েছিলেন যে তিনি মিশরীয় দেবদেবীদের নিয়ে একটি নতুন সিরিজ রচনার কাজে প্রবৃত্ত আছেন। এটি দ্য কেন ক্রনিকলস নামে আত্মপ্রকাশ করে। সিরিজের প্রথম বই দ্য রেড পিরামিড প্রকাশিত হয় ২০১০ সালের ৪ মে।[১১] রাইঅর্ড্যান সান ডিয়েগো কমিক-কন ইন্টারন্যাশানাল ২০১০-এর নিয়মিত অতিথি।[১২]
|month=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)