রিকি পুচ

রিকি পুচ
২০১৯ সালে বার্সেলোনার হয়ে পুচ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রিকার্ত পুচ মার্তি[]
জন্ম (1999-08-13) ১৩ আগস্ট ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান মাতাদেপেরা, স্পেন
উচ্চতা ১.৬৯ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
এলএ গ্যালাক্সি
যুব পর্যায়
২০০৮–২০১৩ হাবাক তেরাসা
২০১৩–২০১৮ বার্সেলোনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮–২০২০ বার্সেলোনা বি ৫৬ (২)
২০১৮–২০২২ বার্সেলোনা ৪২ (২)
২০২২– এলএ গ্যালাক্সি (০)
জাতীয় দল
২০২০–২০২১ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০১৯– কাতালোনিয়া (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৫২, ২২ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

রিকার্ত পুচ মার্তি (কাতালান উচ্চারণ: [riˈkaɾt ˈputʃ], কাতালান: Riqui Puig; জন্ম: ১৩ আগস্ট ১৯৯৯; রিকি পুচ নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর মেজর লিগ সকার ক্লাব এলএ গ্যালাক্সির হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেললেও মাঝেমধ্যে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন।[]

পুচ ২০০৮–০৯ মৌসুমে স্পেনীয় ফুটবল ক্লাব হাবাক তেরাসার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীকালে বার্সেলোনার যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭–১৮ মৌসুমে স্পেনীয় ক্লাব বার্সেলোনা বি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেন। বার্সেলোনা বি-এর হয়ে তিনি ৫৬ ম্যাচে ২টি গোল করেন। ২০১৮–১৯ মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলে অন্তর্ভুক্ত হন।পরবর্তীতে, ২০২২–২৩ মৌসুমে তিনি এলএ গ্যালাক্সির হয়ে খেলার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।

২০২০ সালে পুচ স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

দলগতভাবে, পুচ এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়েই তিনি বার্সেলোনার হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রিকার্ত পুচ মার্তি ১৯৯৯ সালের ১৩ই আগস্ট তারিখে স্পেনের মাতাদেপেরায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেন। তার বাবার নাম কার্লোস পুচ, যিনি একজন পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন।[]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

পুচ স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে তিনি মেসিডোনিয়া অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক করেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ এর জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের স্পেন অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছিলেন।[]

অর্জন

[সম্পাদনা]
বার্সেলোনা যুব দল
বার্সেলোনা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Acta del Partido celebrado el 12 de mayo de 2019, en Barcelona" [Minutes of the Match held on 12 May 2019, in Barcelona] (স্পেনীয় ভাষায়)। Royal Spanish Football Federation। ১৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯ 
  2. Segura, Alejandro (৬ ডিসেম্বর ২০১৮)। "Riqui Puig is a 'small madman' who walks freely at the Camp Nou"Marca (ইংরেজি ভাষায়)। Gillingham, Geoff কর্তৃক অনূদিত। Barcelona। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯ 
  3. "Riqui Puig, otro pequeño 'jugón'" [Riqui Puig, another little 'baller'] (স্পেনীয় ভাষায়)। Mundo Deportivo। ২০ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৮ 
  4. "España ya tiene a sus 23 elegidos"। উয়েফা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Chelsea 0–3 Barcelona"। UEFA.com। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  6. "Riqui Puig, Ricard Puig Martí - Footballer"www.bdfutbol.com। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]