রিচার্ড এডওয়ার্ড টেইলর | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | Canada[তথ্যসূত্র প্রয়োজন] |
মাতৃশিক্ষায়তন | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় আলবার্টা বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কণা পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরি École Normale Supérieure |
ডক্টরাল উপদেষ্টা | Robert F. Mozley |
অধ্যাপক রিচার্ড এডওয়ার্ড টেইলর, (জ. নভেম্বর ২, ১৯২৯ - ২২ ফেব্রুয়ারি,২০১৮) একজন কানাডীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী। তার জন্ম কানাডার আলবার্টার মেডিসিন হাট নামক স্থানে। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। তিনি ১৯৯০ সালে জেরোম আইজ্যাক ফ্রিডম্যান এবং হেনরি ওয়ে কেন্ডাল-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাদের নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ ছিল: প্রোটন এবং আবদ্ধ নিউট্রনের উপর ইলেকট্রনের গভীর অস্থিতিস্থাপক বিচ্ছুরণ বিষয়ে অগ্রগামী গবেষণা, যা কণা পদার্থবিজ্ঞানের কোয়ার্ক নকশা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। রিচার্ড টেইলর কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে বিএসসি এবং ১৯৫২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ফের্মার শেষ উপপাদ্যটি প্রমাণ করতে এন্ড্রু ওয়াইলস এর সঙ্গে কাজ করেন।