রিচার্ড ডিন অ্যান্ডারসন

রিচার্ড ডিন অ্যান্ডারসন
Richard Dean Anderson
২০২৪ সালে
জন্ম (1950-01-23) ২৩ জানুয়ারি ১৯৫০ (বয়স ৭৫)
পেশাঅভিনেতা, পরিচালক, সুরকার
কর্মজীবন১৯৭৬-বর্তমান
উচ্চতা৬ ফুট ১.৫ ইঞ্চি (১.৮৭ মিটার)
সন্তান১ জন
ওয়েবসাইটwww.rdanderson.com

রিচার্ড ডিন অ্যান্ডারসন (জন্ম ২৩ জানুয়ারী, ১৯৫০) [] একজন অবসরপ্রাপ্ত মার্কিন অভিনেতা। তিনি ১৯৭৬ সালে আমেরিকান সোপ অপেরা ধারাবাহিক জেনারেল হসপিটালে জেফ ওয়েবারের চরিত্রে অভিনয় করে তার টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন এবং তারপর ম্যাকগাইভার (১৯৮৫-১৯৯২) টেলিভিশন সিরিজে প্রধান অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি থ্রু দ্য আইজ অফ আ কিলার (১৯৯২), প্যান্ডোরার ক্লক (১৯৯৬), এবং ফায়ারহাউস (১৯৯৭) এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন।

জীবনী

[সম্পাদনা]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রিচার্ড ডিন অ্যান্ডারসন (ইংরেজি: Richard Dean Anderson) মিনিয়াপোলিস, মিনেসোটাতে ১৯৫০ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন।[] তিনি ছিলেন স্টুয়ার্ট অ্যান্ডারসন এবং জুকেলিন কার্টার-এর চার সন্তানের মধ্যে সবার বড়। তিনি মিনেসোটার রোজভ্যালি বড় হন এবং সেখানকার আলেক্সজান্ডার র্যামসি হাই স্কুলে লেখাপড়া করেন। তিনি ছোটবেলায় স্বপ্ন দেখতেন যে, তিনি একজন পেশাদার হকি খেলোয়াড় হবেন কিন্তু তার হাতের বাহু ভেঙ্গে যাবার পর তার এ স্বপ্নটি নষ্ট হয়ে যায়।

তিনি ১৯৭৬ সালে একজন অভিনেতা হিসেবে কর্মজীবন শুরু করেন। ম্যাকগাইভার নামক টিভি সিরিয়ালে ম্যাকগাইভার চরিত্রে (একজন সিক্রেট এজেন্ট) অভিনয় করে তিনি দেশ-বিদেশে প্রচুর খ্যাতি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কর্মজীবন

[সম্পাদনা]

ম্যাকগাইভার

[সম্পাদনা]

এবিসিতে ১৯৮৫-১৯৯২ সাল পর্যন্ত "ম্যাকগাইভার" প্রচারিত হয়। এতে তিনি প্রধান চরিত্রে (অ্যাংগাস ম্যাকগাইভার) হিসেবে অভিনয় করেন। চরিত্রটি হল একজন প্রাক্তন সিক্রেট এজেন্ট যিনি খুবই বুদ্ধিমান ও নানা কৌশলে পারদর্শী।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rose, Mike (জানুয়ারি ২৩, ২০২৩)। "Today's famous birthdays list for January 23, 2023 includes celebrities Mariska Hargitay, Chita Rivera"Cleveland.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৩, ২০২৩ 
  2. "Richard Dean Anderson"IMDb 

বহিঃসংযোগ

[সম্পাদনা]