রিচার্ড ডেডেকিন্ড | |
---|---|
Richard Dedekind | |
![]() | |
জন্ম | |
মৃত্যু | ১২ ফেব্রুয়ারি ১৯১৬ ব্রাউনশেউইগ, জার্মান সাম্রাজ্য | (বয়স ৮৪)
জাতীয়তা | জার্মান |
মাতৃশিক্ষায়তন | কলেজিয়াম ক্যারোলিনাম গটিঙেন বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | বিমূর্ত বীজগণিত বীজগাণিতিক সংখ্যাতত্ত্ব বাস্তব সংখ্যা Logicism |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত গণিতের দর্শন |
ডক্টরাল উপদেষ্টা | কার্ল ফ্রিডরিশ গাউস |
ইউলিয়ুস ভিলহেল্ম রিচার্ড ডেডেকিন্ড ([Julius Wilhelm Richard Dedekind য়ুলিউস্ ভ়িল্হেল্ম্ রিশাআট্ ডেডেকিন্ট্; ৬ অক্টোবর ১৮৩১ – ১২ ফেব্রুয়ারি ১৯১৬] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) একজন জার্মান গণিতবিদ ছিলেন। তিনি বিমূর্ত বীজগণিত, বীজগাণিতিক সংখ্যাতত্ত্ব ও বাস্তব সংখ্যার ভিত্তির ওপর গুরুত্বপূর্ণ কাজ করেন।
ডেডেকিন্ড ১৮৩১ সালের ৬ই অক্টোবর ব্রাউনশেউইগে জন্মগ্রহণ করেন। তার পিতা ইউলিয়ুস উলরিশ ডেডেকিন্ড ব্রাউনশেউইগের কলেজিয়াম ক্যারোলিনামের প্রশাসক ছিলেন। তার মাতা ক্যারোলিন হেনরিয়েট্টা ডেডেকিন্ড (বিবাহপূর্ব এম্পেরিউস) কলেজিয়ামের একজন অধ্যাপকের কন্যা ছিলেন।[১] রিচার্ডের তিনজন বড় ভাইবোন ছিল। বয়ঃপ্রাপ্ত হওয়ার পর তিনি কখনো ইউলিয়ুস ভিলহেল্ম নাম ব্যবহার করতেন না।
তিনি ১৮৪৮ সাল পর্যন্ত কলেজিয়াম ক্যারোলিনামে পড়াশোনা করেন। ১৮৫০ সালে তিনি গটিঙেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি অধ্যাপক মরিৎজ স্টার্নের নিকট সংখ্যাতত্ত্ব শিখেন। কার্ল ফ্রিডরিশ গাউস সে সময়ে অধ্যাপনা করছিলেন, ডেডেকিন্ড তার শেষ শিক্ষার্থী ছিলেন। ১৮৫২ সালে ডেডেকিন্ড তার "উবার ডি টিওরি ডের ইউলারশেন ইন্টিগ্রালে" শীর্ষক সন্দর্ভের রচনা করে তার ডক্টরেট অর্জন করেন।
ইংরেজি ভাষায়:
জার্মান ভাষায়: