| |||
প্রধান কার্যালয় | রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া ভবন, সিডনি | ||
---|---|---|---|
স্থানাঙ্ক | ৩৩°৫২′০৫″ দক্ষিণ ১৫১°১২′৪২″ পূর্ব / ৩৩.৮৬৮১° দক্ষিণ ১৫১.২১১৭° পূর্ব | ||
প্রতিষ্ঠিত | ১৪ জানুয়ারি ১৯৬০ | ||
মালিকানা | ১০০% রাষ্ট্র মালিকানাধীন[১] | ||
গভর্নর | ফিলিপ লো | ||
এর কেন্দ্রীয় ব্যাংক | অস্ট্রেলিয়া | ||
মুদ্রা | অস্ট্রেলিয়ান ডলার AUD (আইএসও ৪২১৭) | ||
সঞ্চয় | $৮০,৮৩৭ মিলিয়ন (AUD) | ||
লক্ষ্য সুদের হার | ৩.৮৫%[২] | ||
ওয়েবসাইট | www |
রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) (ইংরেজি: Reserve Bank of Australia) হল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকনোট প্রদানকারী কর্তৃপক্ষ। ১৯৫৯ সালে রিজার্ভ ব্যাংক আইন বাতিল করে কমনওয়েলথ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব থেকে সরিয়ে ১৯৬০ সালের ১৪ জানুয়ারী থেকে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়াকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেয়া হয়।[৩]
কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংকটির প্রধান দায়িত্ব হচ্ছে মুদ্রাস্ফীতির মাত্রা নিয়ন্ত্রণ করা করা এবং মুদ্রাস্ফীতি ২-৩% মধ্যে রাখা। এছাড়াও, ব্যাংকটি দেশটির মুদ্রা ইস্যু ও প্রচলন করে। মুদ্রা নিয়ন্ত্রণের মাধ্যমে এটি মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করে।
রিজার্ভ ব্যাংকে গভর্নর হল সবচেয়ে সিনিয়র পদ। ব্যাংকের গভর্নর কোষাধ্যক্ষ দ্বারা সাত বছরের জন্য নিযুক্ত হন এবং মেয়াদ শেষে পুনরায় নিয়োগ পাওয়ার যোগ্য বিবেচিত হন।[৪] গভর্নর পেমেন্ট সিস্টেম বোর্ড এবং রিজার্ভ ব্যাংক বোর্ড উভয়ের চেয়ারম্যান এবং উভয় বোর্ডের মধ্যে যে কোনো বিরোধের সমাধান করেন।[৫]
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের গভর্নর পদাধিকারবলে ১৯২০ থেকে ১৯২৪ সাল পর্যন্ত নোটস বোর্ডেরও সদস্য ছিলেন এবং ১৯২৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কমনওয়েলথ ব্যাংকের আটজন পরিচালকের মধ্যে একজন ছিলেন। ১৯৫১ সালে আইন দ্বারা কমনওয়েলথ ব্যাংকের বোর্ড সদস্য সংখ্যা ১০ জন করা হয়। ১৯৫১ সাল থেকে কমনওয়েলথ ব্যাংক অনুরূপ কাঠামো বজায় রেখেছে। ১৯৬০ সালে রিজার্ভ ব্যাংক গঠন হওয়ার পূর্ব পর্যন্ত কমনওয়েলথ ব্যাংকের গভর্নর নোটস বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন।
রিজার্ভ ব্যাংক বর্তমানে রিজার্ভ ব্যাংক আইন ১৯৫৯ দ্বারা নিয়ন্ত্রিত। আইনে নির্ধারিত রিজার্ভ ব্যাংক বোর্ডের দায়িত্ব হল দেশের সীমারেখার মধ্যে আর্থিক এবং ব্যাংকিং নীতি অস্ট্রেলিয়ার জনগণের জন্য সহায়ক হবে সেটি নিশ্চিত করা। রিজার্ভ ব্যাংক সরকারের সাথে পরামর্শ এবং রিজার্ভ ব্যাংক বোর্ডের মতামতের ভিত্তিতে এর কার্যপরিধি নির্ধারণ ও সম্পন্ন করে। আইনে নির্ধারিত রিজার্ভ ব্যাংকের মূল ভুমিকা ও দায়িত্বের হচ্ছে:[৬]
বাস্তবে রিজার্ভ ব্যাংকের প্রথম লক্ষ্যে হল মুদ্রানীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। ব্যাংকটির বর্তমান লক্ষ্য হল মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা একটি নির্ধারিত নীতি হারের মধ্যে সীমাবদ্ধ রাখা। বর্তমান মুদ্রাস্ফীতির বার্ষিক নীতি হার হল গড়ে ২-৩ শতাংশের মধ্যে বজায় রাখা। এই লক্ষ্যটি প্রথম ১৯৯৩ সালে তৎকালীন রিজার্ভ ব্যাংকের গভর্নর বার্নি ফ্রেজার দ্বারা নির্ধারণ করা হয়েছিল এবং তারপরে ১৯৯৬ সালে তৎকালীন কোষাধ্যক্ষ পিটার কস্টেলো এবং রিজার্ভ ব্যাংকের গভর্নর ইয়ান ম্যাকফারলেন দ্বারা আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। [৩]
আইন অনুযায়ী গভর্নরকে ট্রেজারি এবং রিজার্ভ ব্যাংক উভয় সংক্রান্ত বিষয়ে ট্রেজারি সেক্রেটারির সাথে যোগাযোগ রাখতে হয়। রিজার্ভ ব্যাংক বোর্ডকে বাধ্যতামূলকভাবে সরকারকে ব্যাংকের আর্থিক এবং ব্যাংকিং নীতি সম্পর্কে অবহিত করতে হয় যেটি প্রায়শই কোষাধ্যক্ষের সাথে গভর্নরের বৈঠকের মাধ্যমে সম্পন্ন হয়।[৭]
* | অফিসে মারা যান |
# | গভর্নর | পোস্ট-নোমিনাল | শুরু করুন | শেষ | রেফ | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের গভর্নররা | |||||||||||||||||
1 | স্যার ডেনিসন মিলার | KCMG | জুন ১৯১২ | জুন ১৯২৩ | [৮][৯] | ||||||||||||
2 | জেমস কেল | অক্টোবর ১৯২৪ | অক্টোবর ১৯২৬ | [৮] | |||||||||||||
3 | স্যার আর্নেস্ট রিডল | অক্টোবর ১৯২৬ | ফেব্রুয়ারি ১৯৩৮ | [৮][১০] | |||||||||||||
4 | স্যার হেনরি শিহান | CBE | ফেব্রুয়ারি ১৯৩৮ | মার্চ ১৯৪১ | [৮][১১] | ||||||||||||
5 | হিউ আর্মিটেজ | CMG | জুলাই ১৯৪১ | ডিসেম্বর ১৯৪৮ | [৮][১২] | ||||||||||||
6 | হার্বার্ট কম্বস | জানুয়ারী ১৯৪৯ | জানুয়ারী ১৯৬০ | [৮][১৩] | |||||||||||||
অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকের গভর্নররা | |||||||||||||||||
1 | হার্বার্ট কম্বস | জানুয়ারী ১৯৬০ | জুলাই ১৯৬৮ | [৮][১৩] | |||||||||||||
2 | স্যার জন ফিলিপস | KBE | জুলাই ১৯৬৮ | জুলাই ১৯৭৫ | [৮][১৪] | ||||||||||||
3 | স্যার হ্যারল্ড নাইট | KBE, DSC | জুলাই ১৯৭৫ | আগস্ট ১৯৮২ | [৮] | ||||||||||||
4 | বব জনস্টন | AC | আগস্ট ১৯৮২ | জুলাই ১৯৮৯ | [৮] | ||||||||||||
5 | বার্নি ফ্রেজার | সেপ্টেম্বর ১৯৮৯ | সেপ্টেম্বর ১৯৯৬ | [৮] | |||||||||||||
6 | ইয়ান ম্যাকফারলেন | AC | সেপ্টেম্বর ১৯৯৬ | সেপ্টেম্বর ২০০৬ | [৮] | ||||||||||||
7 | গ্লেন স্টিভেনস | AC | ১৮ সেপ্টেম্বর ২০০৬ | ১৭ সেপ্টেম্বর ২০১৬ | [৮] | ||||||||||||
8 | ফিলিপ লো | ১৮ সেপ্টেম্বর ২০১৬ | বর্তমান | [৮] |
রিজার্ভ ব্যাংক বোর্ড নয়জন সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে তিনজন পদাধিকারবলে সদস্য রয়েছে: রিজার্ভ ব্যাংকের গভর্নর, যিনি বোর্ডের চেয়ারম্যান; রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর, যিনি বোর্ডের ডেপুটি চেয়ার; এবং ট্রেজারি সচিব।[তথ্যসূত্র প্রয়োজন]
এছাড়াও, বোর্ডে ছয়জন বহিরাগত সদস্য রয়েছেন যারা পাঁচ বছরের জন্য কোষাধ্যক্ষ কর্তৃক নিযুক্ত হন। রিজার্ভ ব্যাংক আইনের ধারা ১৭(১) অনুসারে, বোর্ডের সদস্যরা আমানত গ্রহণের জন্য অনুমোদিত কোনও প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী হতে পারবেন না। [১৫] সদস্য সংখ্যার পরিবর্তন ব্যতীত, ১৯৫১ সাল থেকে বোর্ডের কাঠামো অপরিবর্তিত রয়েছে।[৩]
বোর্ডের বর্তমান সদস্যরা হলেন:[১৫]
নাম | অফিস (প্রযোজ্য হলে) | মেয়াদ শুরু হয় | মেয়াদ শেষ হয় A | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পদাধিকারবলে সদস্য | |||||||||||||||||
ফিলিপ লো | রিজার্ভ ব্যাংকের গভর্নর | ১৮ সেপ্টেম্বর ২০১৬ | ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ||||||||||||||
মিশেল বুলক | রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর | ২ এপ্রিল ২০২২ | ১ এপ্রিল ২০২৭ | ||||||||||||||
স্টিভেন কেনেডি | ট্রেজারি সচিব | ২ সেপ্টেম্বর ২০১৯ | অনির্দিষ্ট | ||||||||||||||
বহিরাগত সদস্য | |||||||||||||||||
মার্ক বার্নাবা | - | ৩১ আগস্ট ২০১৭ | ৩০ আগস্ট ২০২৩ | ||||||||||||||
ওয়েন্ডি ক্রেক | - | ৭ মে ২০১৮ | ৬ মে ২০২৩ | ||||||||||||||
ইয়ান হার্পার | - | ৩১ জুলাই ২০১৬ | ৩০ জুলাই ২০২৬ | ||||||||||||||
ক্যারোলিন হিউসন | - | ৩০ মার্চ ২০২১ | ২৯ মার্চ ২০২৬ | ||||||||||||||
ক্যারল শোয়ার্টজ | - | ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | ১৩ ফেব্রুয়ারি ২০২৭ | ||||||||||||||
অ্যালিসন ওয়াটকিন্স | - | ১৭ ডিসেম্বর ২০২০ | ১৬ ডিসেম্বর ২০২৫ |
রিজার্ভ ব্যাংকের সাথে যুক্ত বেশ কয়েকটি ভবন ঐতিহ্য তালিকাভুক্ত, যার মধ্যে রয়েছে: