রিমা লাগু रीमा लागु | |
---|---|
জন্ম | নয়ন ভাদভাদে ২১ জুন ১৯৫৮ |
মৃত্যু | ১৮ মে ২০১৭ মুম্বই, ভারত | (বয়স ৫৮)
অন্যান্য নাম | রিইমা, রিমা |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮০–২০১৭ |
রিমা লাগু (মারাঠি: रीमा लागु) (২১ জুন, ১৯৫৮ - ১৮ মে, ২০১৭) হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি অনেক মারাঠি ছায়াছবির পাশাপাশি হিন্দি ছবি এবং টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছেন। তিনি প্রায় চার দশক ধরে মারাঠি মঞ্চে উপস্থিত হয়ে কাজ করছেন। তিনি মারাঠি ধারাবাহিক "তুজা মজা জামিনা" প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
রিমা লাগু ১৯৫৮ সালে নয়ন ভাদভাদে নাম নিয়ে জন্মগ্রহণ করেন। তার মা একজন অভিনেত্রী মন্দাকিনী ভদাবদে নামে ছিলেন যিনি মারাঠি মঞ্চে নাটক লিকুরে উদান্দ জাহালে এর জন্য সুপরিচিত ছিলেন।[১]
১৯৭০ দশকের অথবা ১৯৮০ এর দশকের মধ্যে, তিনি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় শুরু করেন। তিনি মারাঠি অভিনেতা বিবেক লাগুকে বিয়ে করেন। বিয়ের পর তিনি তার নাম বদলে রিমা লাগু রাখেন। এই দম্পতি কয়েক বছর পরে আলাদা হয়ে যান। তাদের ম্রুসময়ি নামে একটি মেয়ে রয়েছে যিনি মঞ্চ এবং চলচ্চিত্র অভিনয় করে থাকেন।[২]
লাগু মারাঠি শো মানাছ মুজরা দেখা গেছে যে অনুষ্ঠানটিতে মারাঠি ব্যক্তিত্বদের সন্মানে করা হয়।[৩]
বছর | শিরোনাম | ভূমিকা | চ্যানেল | নোট |
---|---|---|---|---|
২০০৯ | দো হানসুন কা জোড়া | |||
২০০৬ | কাদভি, খাটটি, মিঠঠি | দেভকি | ||
১৯৯৪ - ২০০০ | তু তু মে মে | দেভকি | ||
১৯৯৭ | দো অউর দো পাঁচ | |||
১৯৯৪ | শ্রীমান শ্রীমতি | কোকিলা কোকি | ||
১৯৮৫ | খানদান (টিভি সিরিজ) | |||
২০১৩ | তুজা মজা জামিনা | রিমা লিমায়ি |
ज्येष्ठ अभिनेत्री रिमा लागू यांच्या त्या मातोश्री होत.