পূর্ণ নাম | রিয়াল বেতিস বালোম্পিয়ে, এস.এ.ডি. | |||
---|---|---|---|---|
ডাকনাম | লস বের্দিব্লাঙ্কোস (সবুজ এবং সাদা) বের্দেরোনেস (বড় সবুজ) বেতিকোস এলিওপলিতানোস (এলিওপলিতান) লবোস (নেকড়ে) এল গ্লোরিওসো (মহিমান্বিত)[১] | |||
সংক্ষিপ্ত নাম | আরবিবি, বেতিস | |||
প্রতিষ্ঠিত | ১২ সেপ্টেম্বর ১৯০৭ সেবিয়া বালোম্পিয়ে হিসেবে | |||
মাঠ | এস্তাদিও বেনিতো বিয়ামারিন | |||
ধারণক্ষমতা | ৬০,৭২০[২] | |||
সভাপতি | আনহেল আরো | |||
প্রধান কোচ | মানুয়েল পেলেগ্রিনি | |||
লিগ | লা লিগা | |||
২০২২–২৩ | ৬ষ্ঠ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
রিয়াল বেতিস বালোম্পিয়ে (স্পেনীয় উচ্চারণ: [reˈal ˈβetis]; সাধারণত রিয়াল বেতিস অথবা শুধুমাত্র বেতিস নামে পরিচিত) হচ্ছে সেভিল ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৭ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। রিয়াল বেতিস তাদের সকল হোম ম্যাচ সেভিলের এস্তাদিও বেনিতো বিয়ামারিনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬০,৭২০।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মানুয়েল পেলেগ্রিনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আনহেল আরো। বর্তমানে ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় নাবিল ফেকির এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]
ঘরোয়া ফুটবলে, রিয়াল বেতিস এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি লা লিগা শিরোপা, ২টি কোপা দেল রে শিরোপা, ৭টি সেহুন্দা ডিভিশন শিরোপা, ১টি তেরসেরা ডিভিশন শিরোপা এবং ১টি কোপা দে আন্দালুসিয়া শিরোপা রয়েছে।