এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (এপ্রিল ২০১৪) |
রুডলফ আর্থার মার্কাস | |
---|---|
জন্ম | রুডলফ আর্থার মার্কাস জুলাই ২১, ১৯২৩ |
জাতীয়তা | মার্কিন, কানাডীয় |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা |
মাতৃশিক্ষায়তন | ম্যাকগিল বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ইলেক্ট্রন ট্রান্সফার |
দাম্পত্য সঙ্গী | Laura Hearne (1949-2003; her death; 3 children) |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৯২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | পলিটেকনিক ইন্সটিটিউট অব , ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি |
রুডলফ আর্থার মার্কাস একজন কানাডীয় বংশোদ্ভূত রসায়নবিদ। তিনি ১৯৯২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
মার্কাস ১৯২৩ সালের ২১ জুলাই কুইবেকের মন্ট্রিলে জন্মগ্রহণ করেন। মার্কাস ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ সালে বিএসসি এবং ১৯৪৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [১]
|
|
ন্যাশনাল মেডেল অব সায়েন্স, ১৯৮৯