রুদ্রপ্রয়াগ জেলা | |
---|---|
উত্তরাখণ্ডের জেলা | |
![]() অলকানন্দা নদী | |
![]() উত্তরাখণ্ডে রুদ্রপ্রয়াগ জেলার অবস্থান | |
দেশ | ![]() |
রাজ্য | উত্তরাখণ্ড |
বিভাগ | গাড়োয়াল |
প্রতিষ্ঠিত | ১৬ সেপ্টেম্বর ১৯৯৭ |
সদর দপ্তর | রুদ্রপ্রয়াগ |
আয়তন | |
• মোট | ২,৪৩৯ বর্গকিমি (৯৪২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৪২,২৮৫ |
• জনঘনত্ব | ৯৯/বর্গকিমি (২৬০/বর্গমাইল) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | IN-UT |
ওয়েবসাইট | http://rudraprayag.nic.in |
রুদ্রপ্রয়াগ জেলা উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম একটি জেলা। জেলাটির মোট আয়তন ২৪৩৯ বর্গ কিলোমিটার। রুদ্রপ্রয়াগ শহরে জেলার প্রশাসনিক সদর দপ্তর অবস্থিত।
জেলার উত্তরে উত্তরকাশী জেলা, পূর্বে চামোলি জেলা, দক্ষিণে পৌড়ী গাড়োয়াল জেলা এবং পশ্চিমে তেহরি গাড়োয়াল জেলা অবস্থিত।
রুদ্রপ্রয়াগ জেলা ১৬ সেপ্টেম্বর ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ জেলা সংলগ্ন তিনটি জেলার নিম্নলিখিত অঞ্চলসমূহের সমন্বয়ে গঠিত হয়েছে:
এর উত্তরে আন্তর্জাতিকভাবে পরিচিত শ্রী কেদারনাথ মন্দিরটি, পূর্বে মদমেশ্বর, দক্ষিণ পূর্বে নাগ্রাসু এবং সর্ব দক্ষিণে শ্রীনগর রয়েছে। মান্দাকিনী নদী জেলার প্রধান নদী।
ভারতের ২০১১ সালের জনগণনা হিসাবে রুদ্রপ্রয়াগ জেলা উত্তরাখণ্ডের ১৩টি জেলার মধ্যে সবচেয়ে কম জনবহুল জেলা[১]
বছর | জন. | ±% |
---|---|---|
১৯০১ | ৭০,৫১০ | — |
১৯১১ | ৭৮,৭৯০ | +১১.৭% |
১৯২১ | ৮০,৭০০ | +২.৪% |
১৯৩১ | ৮৮,৭৪৩ | +১০% |
১৯৪১ | ১,০০,৩০৫ | +১৩% |
১৯৫১ | ১,০৫,৮৪৮ | +৫.৫% |
১৯৬১ | ১,১৯,৯২১ | +১৩.৩% |
১৯৭১ | ১,৩৫,৬৫৪ | +১৩.১% |
১৯৮১ | ১,৬৯,৭৪৩ | +২৫.১% |
১৯৯১ | ২,০০,৫১৫ | +১৮.১% |
২০০১ | ২,২৭,৪৩৯ | +১৩.৪% |
২০১১ | ২,৪২,২৮৫ | +৬.৫% |
ভারতের জনগণনা ২০১১ অনুসারে রুদ্রপ্রয়াগ জেলার মোট জনসংখ্যা ২,৪২,২৮৫ জন,[১] যা ভানুয়াতু জাতির মোট জনসংখ্যার প্রায় সমান।[২] এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৫৮৫ তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৯ জন বা প্রতি বর্গ মাইলে ২৬০ জন লোক বসবাস করে। ২০০১ থেকে ২০১১ এর দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৬.৫%। রুদ্রপ্রয়াগ জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ১১২০ জন মহিলা রয়েছে যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে দেশের ৬ষ্ঠ সর্বোচ্চ, দ্বিতীয়টিও উত্তরাখণ্ডের আলমোড়া এবং সাক্ষরতার হার ৮২.০৯%।[১]
২০১১ সালের আদমশুমারি অনুসারে এই জেলার প্রধান ভাষা গড়োয়ালী ভাষা, যে ভাষায় জেলার মোট জনসংখ্যার ৯৪.৫% কথা বলে। বিস্তৃতভাবে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসেবে ব্যবহৃত হিন্দি ৪.২% জনসংখ্যার প্রধান ভাষা এবং ০.৬০% নেপালি ভাষয় কথা বলে।[৩]
Vanuatu 224,564 July 2011 est.
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)