ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রুনার আলেক্স রুনারসন | ||
জন্ম | ১৮ ফেব্রুয়ারি ১৯৯৫ | ||
জন্ম স্থান | আইসল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এফসি নরশেল্যান্ড | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
–২০১২ | কেআর রেইকিয়াভিক | ||
২০১৪–২০১৫ | এফসি নরশেল্যান্ড | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১২–২০১৩ | কেআর রেইকিয়াভিক | ৩ | (০) |
২০১৫– | এফসি নরশেল্যান্ড | ৫১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১১–২০১২ | আইসল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ৩ | (০) |
২০১২–২০১৪ | আইসল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ১১ | (০) |
২০১৩–২০১৬ | আইসল্যান্ড অনূর্ধ্ব-২১ | ১৭ | (০) |
২০১৭– | আইসল্যান্ড | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
রুনার আলেক্স রুনারসন (জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৯৫) হলেন একজন আইসল্যান্ডীয় পেশাদার ফুটবলার, যিনি এফসি নরশেল্যান্ড এবং আইসল্যান্ড জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[১] তার বাবা রুনার ক্রিস্টিনসন, হচ্ছেন একজন সাবেক মধ্যমাঠের খেলোয়াড়, তিনি পূর্বে আইসল্যান্ডের হয়ে ১০০-এর অধিক ম্যাচ খেলেছেন।[২][৩]
২০১৭ চীনা কাপের জন্য জ্যেষ্ঠ দলে ডাক পাওয়ার পূর্বে, রুনার আলেক্স আইসল্যান্ডের বেশ কয়েকটি যুব পর্যায়ের হয়ে খেলছেন।[৪][৫] তিনি ২০১৭ সালের ৯ই নভেম্বর তারিখে, চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে খেলার মাধ্যমে জাতীয় দলের হয়ে অভিষেক করেন।
আইসল্যান্ডীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |