রুপল ত্যাগী | |
---|---|
![]() ২০১৫ সালে রুপল | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী,[২] কোরিওগ্রাফার[১] |
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
পরিচিতির কারণ | এক নেয়ি ছোটি সি জিন্দেগি, স্বপ্ন সুহানে লাড়াকপন কি, বিগ বস ৯ |
সঙ্গী | অখিলেক খান (২০১২–২০১৩)[৩] অঙ্কিত গেরা (২০১৩–২০১৪)[৪][৫][৬] |
পুরস্কার | জি রিশতা অ্যাওয়ার্ড[৭][৮] |
রুপল ত্যাগী, (জন্ম ৬ অক্টোবর ১৯৮৯, মুম্বাই),[১] একজন ভারতীয় কোরিওগ্রাফার[১] ও টেলিভিশন অভিনেত্রী।[২][৯][১০][১১][১২][১৩][১৪] তিনি জি টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বপ্ন সুহানে লড়কপন কে-তে গুঞ্জন চরিত্রে অভিনয়ের জন্য অধিক পরিচিত।[১৫][১৬][১৭][১৮] এরপর তিনি বিগ বস ৯ এবং নাচের রিয়ালিটি শো ঝলক দিখলা জা ৮-এ অংশগ্রহণ করেছিলেন।
ত্যাগী ভারতের ব্যাঙ্গালুরুতে ১৯৮৯ সালের ৬ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গালুরুর সোফিয়া হাই স্কুল থেকে পড়াশোনা করেন। তিনি তার নিজ শহরের শিমক ধাবার নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান থেকে নাচ শেখেন, এরপর তিনি ভুল ভুলাইয়া চলচ্চিত্রের "মেরা দোলনা" গানের জন্য বলিউড কোরিওগ্রাফার পোনি ভার্মাকে সহায়তা করেন। মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরুর আগে তিনি দুই বছর যাবৎ ব্যাঙ্গালুরু ও মুম্বাইয়ে ক্রমাগত স্থান পরিবর্তন করেছিলেন।[১৯]
২০০৭ সালে একজন কোরিওগ্রাফার হিসাবে তার পেশাজীবন শুরু করেন।[১৯] মানশা চরিত্রে হামারে বেটিও কা বিবাহ-তে অভিনয় দিয়ে অভিনয়জীবন শুরুর পর[১৯] তাকে এক নেয়ি ছোটি সি জিন্দেগি-তে দেখা যায়। এছাড়াও তাকে জিটিভিতে প্রাচী দেসাই এবং রাম কাপুর অভিনীত কাসাম সে ধারাবাহিকে দেখা যায়। ধারাবাহিকটি বালাজি টেলিফিল্মসের সাথে একতা কাপুর প্রযোজনা করেন।
ভারতীয় সোপ অপেরা স্বপ্নে সুহানে লাড়াকপন কে-তে তিনি গুঞ্জন চরিত্রে অভিনয় করেছেন।[২০][২১] রুপাল নৃত্যবিষয়ক রিয়ালিটি শো ঝলক দিখলা জা-তে ওয়াইল্ড কার্ড পাওয়ার মাধ্যমে অংশগ্রহণ করেন, কিন্তু এক সপ্তাহ পর প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান।[২২][২৩] তিনি বিগ বস ৯-এর একজন প্রতিযোগী ছিলেন, যেখানে তিনি দিগনগনা সুর্যবানসির সাথে জুটিবদ্ধ ছিলেন এবং ভোটিংয়ের দ্বিতীয় সপ্তাহে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান।[২৪][২৫][২৬][২৭][২৮]
২০১২ সালে ত্যাগী মাহিমা মাকওয়ানার (রচনা) সাথে গুঞ্জন চরিত্রে অভিনয়ের জন্য প্রিয় বোন এবং অঙ্কিত গেরার সাথে সেরা জুটি (গুঞ্জন ও ময়নক) বিভাগে দুইটি জি রিশতা অ্যাওয়ার্ড অর্জন করেন।[৭][৮] একই চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১৩ সালে ফ্রেস নিউ ফেস বিভাগে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হন।[২৯]
২০২০ সালে ত্যাগী তার ইন্সটাগ্রামে এক খোলা চিঠি লেখেন, যেখানে তিনি ভারতীয় ধারবাহিকে প্রধান নারী চরিত্রকে খাটো করে দেখানো এবং ধারাবাহিকগুলোর "পশ্চাৎগামীতা" নিয়ে সমালোচনা করেন। তিনি নির্মাতাদের উদ্দেশ্য করে বলেন, "আপনি মনে করেন আপনি 'কালো' ত্বকের মেয়ে, 'খাটো' মেয়ে, 'মোটা' মেয়ে ইত্যাদিকে এবং তারা যে সমস্যা নিয়ে আছে সেটি নিয়ে নাটক তৈরী করছেন এবং এটাকে একটা প্রগতিশীল অনুষ্ঠান বলছেন। না"।[৩০][৩১]
বছর | শিরোনাম | চরিত্র | চ্যানেল | মন্তব্য | ত.সূ. |
---|---|---|---|---|---|
২০০৭ | কসম সে | রিয়া | জি টিভি | খন্ডাংশ | [৩২] |
২০০৮–০৯ | হামারি বেটিওকা বিবাহ্ | মানশা কোহিল | [৩২] | ||
২০০৯ | দিল মিল গায়ি | পরি | স্টার ওয়ান | [৩৩] | |
২০১০ | ঝলক দিখলা জা ৪ | প্রতিযোগী | সোনি টিভি | তিন কা তাড়কা | |
২০১১–১২ | এক নেয়ি ছোটিসি জিন্দেগী | কুহু | জি টিভি | প্রধান চরিত্র | |
২০১২ | ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টার্স ২ | প্রতিযোগী | |||
২০১২–১৫ | স্বপ্নে সুহানে লড়কপন সে | গুঞ্জন ময়নক গার্গ | প্রধান চরিত্র | [৩৪] | |
২০১৩ | কবুল হেই | গুঞ্জন / অতিথি | অঙ্কিত গেরার সাথে | ||
২০১৪ | এক মুটঠি আসমান | এসএসএলপি এর সাথে ক্রসওভার | |||
২০১৫ | কিলার কারাওকে আটকা তো লটকা | প্রতিযোগী | অ্যান্ডটিভি | বিশাল সিংয়ের সাথে | [৩৫] |
ঝলক দিখলা যা ৮ | কালার্স টিভি | (ওয়াইল্ড কার্ডে আগমন) – ১০ম সপ্তাহে বাদ – ২০ সেপ্টেম্বর ২০১৫ | [৩৬] | ||
বিগ বস ৯ | ১ম দিনে আগমন, ১৪তম দিনে বেরিয়ে যান | [৩৭] | |||
২০১৬ | বক্স ক্রিকেট লিগ | পুনে আনমোল রত্ন খেলোয়াড় | |||
২০১৬ | ফেকবুক উইথ কবিতা | অতিথি | বিগ ম্যাজিক | কবিতা কৌশিকের সাথে | |
২০১৯ | শক্তি - অস্তিভা কি এহসাস কি | মানসভি | কালার্স টিভি | পার্শ চরিত্র |
বছর | পুরস্কার | বিভাগ | অনুষ্ঠান | ফলাফল |
---|---|---|---|---|
২০১২ | জি রিশতে এ্যাওয়ার্ডস | প্রিয় বোন | স্বপ্নে সাহানে লড়কপন সে | বিজয়ী |
প্রিয় নতুন জুটি | ||||
প্রিয় জুটি | মনোনীত | |||
প্রিয় নতুন সদস্য - নারী | মনোনীত | |||
ইন্ডিয়ান টেলি এ্যাওয়ার্ডস | বেস্ট ফ্রেস নিউ ফেস - Female | মনোনীত | ||
২০১৩ | ইন্ডিয়ান টেলি এ্যাওয়ার্ডস | ফ্রেস নিউ ফেস | মনোনীত | |
জি রিশতে এ্যাওয়ার্ডস | প্রিয় বোন | বিজয়ী | ||
প্রিয় জুটি | মনোনীত | |||
২০১৪ | ফেবারিট পপুলার ফেস - ফিমেল | মনোনীত | ||
প্রিয় শ্বাশুড়ি-বউ | মনোনীত |