রুবিনা দিলাইক | |
---|---|
![]() ২০২১ সালে রুবিনা দিলাইক | |
জন্ম | [১] | ২৬ আগস্ট ১৯৮৭
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৮- ২০১৪ / ২০১৬-বর্তমান |
উপাধি | মিস শিমলা (২০০৮) |
দাম্পত্য সঙ্গী | অভিনব শুকলা (বি. ২০১৮) |
রুবিনা দিলাইক হলেন একজন ভারতীয় অভিনেত্রী। তিনি ছোটি বাহু নাটকে প্রধান চরিত্র "রাধিকা"-এ অভিনয় করার মাধ্যমে পরিচিতি লাভ করেন, একই সাথে তিনি উক্ত নাটকের আরেকটি সংস্করণ ছোটি বাহু ২-এও একই চরিত্রে অভিনয় করেন।[২] ব্রিটেনের ইস্টার্ন আই পত্রিকায় তিনি এশিয়ার ৫০ আকর্ষণীয় নারীর মধ্যে ২৬ নম্বর স্থান অধিকার করেন। বর্তমানে তিনি শক্তি - অস্তিত্ব কে এহসাস কি (হিন্দি: शक्ति - अस्तित्व के एहसास की) নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন।[৩]
তিনি সনি চ্যানেলে প্রচারিত সাস বিনা সাসুরাল নাটকে সিমরান "স্মাইলি" গিল চরিত্রে অভিনয় করেছেন। সেই সাথে তিনি "পুনার ভিভাহ - এক নেইই উম্মিদ" নাটকে "দিভয়া" চরিত্রে অভিনয় করেছেন।[৪] তিনি লাইফ ওকেতে প্রচারিত দেভো কে দেভ... মাহাদেভ নাটকে "সিতা"র এবং সাব টিভি চ্যানেলে প্রচারিত জিনি অর জুজু নাটকে "জিনি"র চরিত্রে অভিনয় করেছেন।[৫] তিনি নাচলে ভে উইথ সারোজ খান"-এ অংশগ্রহণ করেছেন।
সাল | অনুষ্ঠান | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০৮–২০১০ | ছোটি বাহু - সিন্দুর বিন সুহাগান | রাধিকা/ইমারতি (প্রধান চরিত্র) | [৬] |
২০০৮ | বানু ম্যায় তেরি দুলহান | অতিথি (রাধিকা হিসেবে) | |
কসম সে | |||
২০০৯ | সাত ফেরে: সালোনি কা সফর | ||
২০১০ | পবিত্র রিশতা | ||
নাচলে ভে উইথ সরোজ খান | প্রতিযোগী | [৭] | |
২০১১–২০১২ | ছোটি বাহু - সাওয়ার কে রাঙ রাচি ২ | রাধিকা/কানহা/রুবি ভারাদ্বাজ (প্রধান চরিত্র) | [৮] |
২০১২ | সাস বিনা শ্বশুরাল | সিমরান/স্মাইলি গিল | [৯] |
২০১৩ | স্বপ্নে সুহানে লড়কপন কে | অতিথি | [১০] |
পুনর বিবাহ - এক নয়ি উম্মিদ | দিব্য জখোতিয়া | [১১] | |
২০১৩–২০১৪ | দেবোঁ কে দেব...মহাদেব | সিতা | [১২] |
জিনি অর জুজু | জিনি | [১৩] | |
২০১৪–২০১৫ | বক্স ক্রিকেট লিগ | প্রতিযোগী | [১৪] |
২০১৬–২০২০ | শক্তি - অস্তিত্ব কে এহশাস কী | সৌম্য সিং | [১৫] |
২০১৬ | বিগ বস ১০ | অতিথি (সৌম্য হিসেবে) | [১৬] |
২০১৭ | শ্বশুরাল সিমর কা | [১৭] | |
সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হাসপাতাল | |||
বিগ বস ১১ | [১৮] | ||
এন্টারটেইনমেন্ট কি রাত | [১৯] | ||
২০১৮ | তু আশিকি | ||
ইশক মে মারজাওয়া | [২০] | ||
বিগ বস ১২ | [২১] | ||
২০১৯ | খাত্রা খাত্রা খাত্রা | অতিথি | |
বিগ বস ১৩ | অতিথি (সৌম্য হিসেবে) | [২২] | |
২০২০–২০২১ | বিগ বস ১৪ | বিজয়ী |
সাল | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০২০ | বারেলি কি বেটি: দ্য ইয়াঙ্গেস্ট সার্ভাইভার | প্রধান চরিত্র | স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র[২৩] |
বছর | পুরস্কার | বিভাগ | নাটক/বিষয় | চরিত্র | পরিণাম |
---|---|---|---|---|---|
২০১০ | জি রিশতে পুরস্কার | প্রিয় মেয়ে | ছোটি বাহু - সাওয়ার কে রাঙ রাচি ২ | রাধিকা | বিজয়ী |
২০১১ | জি রিশতে পুরস্কার | প্রিয় জুটি | ছোটি বাহু - সাওয়ার কে রাঙ রাচি ২ | দেভ এবং রাধিকা | বিজয়ী |
২০১৫ | দাদাসাহেব ফালকে পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | টেলিভিশন | সব | বিজয়ী |
২০১৬ | ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী নাটক (বিচারক)[২৪] | শক্তি - অস্তিত্ব কে এহশাস কী | সৌম্য সিং | বিজয়ী |
২০১৭ | গোল্ড পুরস্কার | সেরা ফিট অভিনেত্রী[২৫] | বিজয়ী |