রুবেন মাশাংভা | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | মণিপুর | ২১ জুন ১৯৬১
ধরন | লোকসঙ্গীত |
পেশা | সঙ্গীতজ্ঞ |
বাদ্যযন্ত্র | গীটার |
রুবেন মাশাংভা বা গুরু রেববেন মাশাংভা (জন্ম ২১ শে জুন, ১৯৬১),[১] ভারতের মণিপুরের লোক সংগীতশিল্পী এবং গায়ক। [২] তিনি মণিপুরের তাংখুল নাগের সাঙ্গীতিক ধারাকে পুনরজ্জীবিত করার জন্য এবং তাঁর গানে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহারের জন্য বিখ্যাত । [৩][৪] বব ডিলান এবং বব মার্লের মত সঙ্গীতশিল্পীদের দ্বারা প্রভাবিত ,রুবেন মাশাংভা ব্লুজ এবং গাথা ছন্দ ভিত্তিক অনেক নাগা উপজাতি লোক গান সৃষ্টি করেছেন । তিনি নাগাদের বব ডিলান এবং [৫] নাগা লোক ব্লুজদের রাজা,[৬] নাগা লোকসঙ্গীতের পিতা ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। [৭][৮] ভারত সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রণালয় থেকে উপজাতীয় সংগীতের বিকাশে তাঁর অবদানের জন্য তিনি ২০১১-১২ জাতীয় উপজাতি পুরস্কার পেয়েছিলেন। [৯]
লোকসঙ্গীতে তার অসামান্য অবদানের জন্যে তিনি ২০২১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। [১০]