উয়েফা | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯ জানুয়ারি ১৯১২[১] |
সদর দপ্তর | মস্কো, রাশিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯১২–১৯১৭[১], ১৯৯২ ১৯৪৬–১৯৯১ (সোভিয়েত ইউনিয়নের ফুটবল ফেডারেশন হিসেবে) |
উয়েফা অধিভুক্তি | ১৯৫৪ (সোভিয়েত ইউনিয়নের ফুটবল ফেডারেশন হিসেবে) |
সভাপতি | আলেসাদ্র দুকাফ |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | rfs |
রুশ ফুটবল ইউনিয়ন (রুশ: Российский Футбольный Союз, রসিস্কি ফুতবলনি সয়ুজ, ইংরেজি: Russian Football Union; এছাড়াও সংক্ষেপে আরএফএস নামে পরিচিত) হচ্ছে রাশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[২] এই সংস্থাটি ১৯১২ সালের ১৯শে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪২ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত।
এই সংস্থাটি রাশিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে রুশ প্রিমিয়ার লীগ, রুশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, রুশ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। আরএফএস রুশ ফুটবল প্রিমিয়ার লীগ এবং রাশিয়ার বেশিরভাগ ফুটবল লীগের জন্য রেফারি এবং ফুটবল টুর্নামেন্ট নিষেধাজ্ঞা প্রদান করে।[৩] বর্তমানে রুশ ফুটবল ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন আলেসাদ্র দুকাফ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আলেক্সান্দ্র আলায়েভ।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আলেসাদ্র দুকাফ |
সহ-সভাপতি | সের্গেই প্রিয়াদকিন |
নিকিতা সিমোনিয়ান | |
সাধারণ সম্পাদক | আলেক্সান্দ্র আলায়েভ |
কোষাধ্যক্ষ | আরসেনি জামিয়াতিন |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | কিরিল মেলনিকভ |
প্রযুক্তিগত পরিচালক | আন্দ্রি ভ্লাসভ |
ফুটসাল সমন্বয়কারী | এমিল আলিয়েভ |
জাতীয় দলের কোচ (পুরুষ) | স্তানিস্লাভ চেরচেসভ |
জাতীয় দলের কোচ (নারী) | এলেনা ফোমিনা |
রেফারি সমন্বয়কারী | লেওনিদ কালশিন |