রুশ–চীন সীমান্ত সংঘর্ষ[১] | |||||||
---|---|---|---|---|---|---|---|
চীনা সৈন্যরা আলবাজিন দুর্গ আক্রমণ করছে | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
চীন টেমপ্লেট:দেশের উপাত্ত Joseon Dynasty কোরিয়া মঙ্গোলীয় খানাত | |||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
কাংক্সি সম্রাট হাইসে হাইফে মিংগাদারি সরহুদা লিন সিং-চু হো ইয়ু বিয়েওন গেউপ শিন রিউ |
ইয়েরোফি খাবারভ ওনুফ্রি স্তেপানভ আফানাসি প্যাশকভ আলেক্সেই তোলবুজিন আফানাসি বেইতন | ||||||
শক্তি | |||||||
৫,০০০ সৈন্য[২] কোরিয়া: ৫১৫ সৈন্য মঙ্গোলীয় খানাত: ৫,০০০ সৈন্য | ৩,০০০ সৈন্য[২] | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
কয়েক শত সৈন্য নিহত কোরিয়া: ৭ সৈন্য নিহত ১ সৈন্য আঘাতপ্রাপ্তির ফলে মৃত ২৪ সৈন্য আহত | ~৮০০ সৈন্য হতাহত[৩] |
রুশ–চীন সীমান্ত সংঘর্ষ (১৬৪৯–১৬৮৯) ছিল ১৬৪৯ থেকে ১৬৮৯ সালে চীন সাম্রাজ্য ও কোরিয়ার সঙ্গে রাশিয়া ও কসাকদের ধারাবাহিক সীমান্ত সংঘর্ষ। রাশিয়া কর্তৃক আমুর নদীর উত্তর তীরের অঞ্চল দখলের প্রচেষ্টা থেকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। ১৬৮৬ সালে চীনা সৈন্যরা কসাকদের আলবাজিন দুর্গের ওপর আক্রমণ চালিয়ে সেটি দখল করে নেয়। অবশেষে ১৬৮৯ সালে রাশিয়া নের্চিনস্কের সন্ধিতে স্বাক্ষর করে চীন সাম্রাজ্যের নিকট বিরোধপূর্ণ অঞ্চল হস্তান্তর করলে যুদ্ধের অবসান ঘটে।