রুশ–তুর্কি যুদ্ধ (১৭৩৫–১৭৩৯) | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: রুশ–তুর্কি যুদ্ধসমূহ | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
শক্তি | |||||||
৮০,০০০ সৈন্য[১] | অজ্ঞাত |
রুশ–তুর্কি যুদ্ধ (১৭৩৫–১৭৩৯) ছিল ১৭৩৫ থেকে ১৭৩৯ সালে রাশিয়া এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। রাশিয়ার অভ্যন্তরে অটোমানদের অধীন ক্রিমিয়ান তাতারদের লুণ্ঠন অভিযানসমূহ ছিল এই যুদ্ধের অন্যতম কারণ[২]। অটোমান তুর্কিদের নিয়ন্ত্রণাধীন কৃষ্ণসাগরে রুশদের প্রবেশাধিকারের আকাঙ্ক্ষাও এই যুদ্ধের একটি অন্তর্নিহিত কারণ ছিল। ১৭৩৯ সালে বেলগ্রেডের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে।