রুহানিকা ধবন | |
---|---|
![]() ২০১৫ সালে রুহানিকা ধবন | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৩–বর্তমান |
রুহানিকা ধবন (জন্ম: ২৫শে সেপ্টেম্বর ২০০৭) হলেন একজন ভারতীয় টেলিভিশন শিশু অভিনেত্রী। তিনি ২০১২ সালে জি টিভিতে প্রচারিত মিসেস কৌশিক কি পাঁচ বাহুয়ে নামক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেছেন। তারপরে তিনি স্টার প্লাসে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ইয়ে হ্যায় মহাবাতে-এ রুহী ও পিহু চরিত্রে অভিনয় করার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই ধারাবাহিকে তার অভিনয়ের জন্য তিনি জনপ্রিয় শিশু অভিনেত্রী বিভাগে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড -সহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছিলেন।
২০১৪ সালের জানুয়ারি মাসে, রুহানিকা বলিউড ছবি জয় হো-এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে, তিনি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওল অভিনীত অ্যাকশন নাট্য চলচ্চিত্র ঘায়েল ওয়ান্স অ্যাগেইন-এ অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন, যা তিনি গ্রহণ করেছিলেন।
রুহানিকা ধবন ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর তারিখে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেছেব।[১][২][৩] তিনি আইজিএসসি স্কুল হতে পড়াশোনা করেছেন।[৪][৫] তিনি বর্তমানে মুম্বইয়ে বসবাস করেন।[৬] ২০১৪ সালের জানুয়ারি মাসে, তিনি হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি পাঞ্জাবি ভাষায় কথা বলতে পারেন।[৭][৮]
রুহানিকা ধবন ২০১২ সালে জি টিভিতে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক মিসেস কৌশিক কি পাঁচ বাহুয়ে-এ অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেছেন, এই ধারাবাহিকে তিনি আশি চরিত্রে অভিনয় করেছিলেন।[৯] পরে তিনি স্টার প্লাসে প্রচারিত একতা কাপুরের রোমান্টিক নাট্য ইয়ে হ্যায় মহাবাতে-এ একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি এই ধারাবাহিকে দিব্যঙ্কা ত্রিপাঠি এবং করণ প্যাটেলের মতো অভিনয়। শিল্পীদের সাথে কাজ করেছেন। এই ধারাবাহিকে তার দ্বারা অভিনীত রুহী চরিত্রটি দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ধারাবাহিকটি মঞ্জু কাপুরের উপন্যাস কাস্টোডি অবলম্বনে নির্মিত। এই ধারাবাহিকটি তামিলীয় ইশিতা (দিব্যঙ্কা ত্রিপাঠি দ্বারা অভিনীত) এবং তার পাঞ্জাবী স্বামী রমন (করণ প্যাটেল দ্বারা অভিনীত)-কে আবর্তন করে গঠিত। ইশিতা রমনকে বিয়ে করে এবং রমনের কন্যা রুহীর সাথে মানসিকভাবে জড়িয়ে যায়।[১০][১১][১২] এই ধারাবাহিকে তার অভিনয়ের জন্য তিনি ২০১৪ সালের "জনপ্রিয় শিশু অভিনেত্রী" হিসেবে জন্য ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।
তিনি একটি ফ্যাশন অনুষ্ঠানের মূল মডেল হিসাবে হেঁটেছেন, উক্ত অনুষ্ঠানে তিনি বার্বির পোশাকে উপস্থিত হয়েছিলেন। উক্ত অনুষ্ঠানটি ২০১৪ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হয়েছিল [১৩] ২০১৪ সালের ২২ নভেম্বর তারিখে, তিনি কে-৯ প্রোডাকশনের জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান কমেডি নাইটস উইথ কপিল-এ একজন অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন।[১৪]