রুহি সিং | |
---|---|
![]() ২০১৮ সালে ১০তম মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে রুহি সিং | |
জন্ম | রুহি দিলীপ সিং ১২ অক্টোবর ১৯৯২ |
মাতৃশিক্ষায়তন | রাজস্থান বিশ্ববিদ্যালয় |
পেশা |
রুহি দিলীপ সিং (জন্ম: ১২ অক্টোবর ১৯৯৫)[১] একজন ভারতীয় অভিনেত্রী, প্রাক্তন মিস ইন্ডিয়া এবং মডেল, যিনি মূলত হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশনে অভিনয় করেন। রুহি এমি-মনোনীত ডকুমেন্টারি দ্য ওয়ার্ল্ড বিফোর হার-এ অভিনয়ে করেছেন এবং ওয়েব ধারাবাহিক চক্রব্যূহ এবং রানাওয়ে লুগাই-এ তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন।
তি সালমিনা মিস ইন্ডিয়া কর্তৃক আন্তর্জাতিকভাবে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি নাট্য চলচ্চিত্র ক্যালেন্ডার গার্লস (২০১৫)-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন।[২] অতি সম্প্রতি, তিনি রানাওয়ে লুগাই-এ তার অভিনয়ের জন্য ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার ২০২১-এ শ্রেষ্ঠ অভিনেতা (নারী) বিভাগে মনোনীত হয়েছেন।[৩]
রুহি সিং ভারতের রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন।[৪][৫][৬]
রুহি দ্য টাইমস মোস্ট ডিজায়ারেবল উইমেন তালিকায় ২০১৪ সালে ২৫ নম্বরে, ২০১৫ সালে ২৩ নম্বরে,[৭][৮] ২০১৬ সালে ৩৬ নম্বরে,[৯] ২০১৭ সালে ৪১ নম্বরে,[১০] ২০১৮ সালে ৪৩ নম্বরে[১১] এবং ২০২০ সালে ৯ নম্বরে[১২] স্থান করে নিয়েছিলেন।
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০১২ | দ্য ওয়ার্ল্ড বিফোর হার | স্বভূমিকায় | ইংরেজি | তথ্যচিত্র |
২০১৫ | ক্যালেন্ডার গার্লস | ময়ূরী চৌহান | হিন্দি | |
২০১৬ | ইশক ফরেভার | রিয়া | হিন্দি | |
২০১৭ | বঙ্গু | জননী | তামিল | |
২০২১ | মোসাগাল্লু | মোহিনী | তেলুগু |
বছর | শিরোনাম | ভূমিকা | প্ল্যাটফর্ম | সূত্র |
---|---|---|---|---|
২০১৮ | স্পটলাইট | দিয়া সরকার | ভিউ | |
২০১৯ | পারছায়ে | জি৫ | [১৩] | |
অপারেশন কোবরা | রিয়া শর্মা | ইরোস নাও | [১৪] | |
২০২১ | ব্যাং ব্যাং | মীরা | এএলটি বালাজী এবং জি৫ | [১৫] |
চক্রব্যূহ | সাগরিকা পুরোহিত | এমএক্স প্লেয়ার | ||
রানাওয়ে লুগাই | বুলবুল |
বছর | শিরোনাম | সঙ্গীতশিল্পী | লেবেল | সূত্র |
---|---|---|---|---|
২০১৬ | দো চার দিন | রাহুল বৈদ্য | টি-সিরিজ | [১৬] |
২০২০ | মাঙ্গি দুয়ায়ে | রাঘব চৈতন্য | সেলিম-সুলেমান | [১৭] |
২০২১ | দে ইজাজাত | ইশান খান | বিলিভ মিউজিক | [১৮] |