রে মিল্টন ডলবি | |
---|---|
জন্ম | রে মিল্টন ডলবি ১৮ জানুয়ারি ১৯৩৩ |
মৃত্যু | ১২ সেপ্টেম্বর ২০১৩ সান ফ্রান্সিস্কো, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮০)
শিক্ষা |
|
আদি নিবাস | পোর্টল্যান্ড, অরেগন এবং সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া |
দাম্পত্য সঙ্গী | ডাগমার ডলবি |
সন্তান |
|
টেমপ্লেট:Infobox engineering career | |
সামরিক কর্মজীবন | |
সেবা/ | মার্কিন সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৫০-এর দশকের প্রথম দিকে |
টীকা | |
রে মিল্টন ডলবি একজন মার্কিন প্রকৌশলী এবং নয়েস রিডাকশোন সিস্টেম এর উদ্ভাবক যা ডলবি নয়েস রিডাকশন সিস্টেম নামে পরিচিত। তিনি ডলবি ল্যাবরেটরীজ এর প্রতিষ্ঠাতা।
ডলবি ১৯৩৩ সালের ১৮ জানুয়ারি ওরেগনের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে সান ফ্রান্সিস্কোতে। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৭ সালে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।