রে সোসাইটি

রে সোসাইটি হলো একটি বৈজ্ঞানিক পাঠ্যপুস্তক প্রকাশনা সমিতি যা মূলত ব্রিটিশ উদ্ভিদকূল ও প্রাণীকূলের জন্য নিবেদিতপ্রাণ। ২০১৯ সাল পর্যন্ত এটি ১৮১টি খণ্ড প্রকাশ করেছে যেগুলো প্রধানত বিভিন্ন প্রকৃতিবিদ, প্রাণিবিদ, উদ্ভিদবিদ এবং সংগ্রাহকদের অ্যকাডেমিক গবেষণা সংক্রান্ত।

সমিতিটি ১৮৪৪ সালে প্রতিষ্ঠা করা হয় আর নাম রাখা হয় প্রকৃতিবিদ জন রে (১৬২৭-১৭০৫) এর নাম অনুসারে। মূলত জর্জ জনস্টনের উদ্যোগে এটি গড়ে ওঠে। এটি পরিচালিত হয় ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের মাধ্যমে যা লন্ডনে অবস্থিত। ব্রিটিশ আইনের অধীনে নিবন্ধিত এ সমিতি সরকারি অনুদানে পরিচালিত হয়।[]

প্রকাশনা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]