রেজিং বুল | |
---|---|
Raging Bull | |
পরিচালক | মার্টিন স্কোরসেজি |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
উৎস | জেক লামোত্তা কর্তৃক রেজিং বুল: মাই স্টোরি |
শ্রেষ্ঠাংশে | রবার্ট ডি নিরো |
চিত্রগ্রাহক | মাইকেল চ্যাপম্যান |
সম্পাদক | থেলমা স্কুনমেকার |
পরিবেশক | ইউনাইটেড আর্টিস্ট্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৯ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৮ মিলিয়ন[২] |
আয় | $২৩.৪ মিলিয়ন (উত্তর আমেরিকা)[২] |
রেজিং বুল (ইংরেজি: Raging Bull) হল ১৯৮০ সালের মার্কিন জীবনীমূলক সাদাকালো ক্রীড়াধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মার্টিন স্কোরসেজি এবং প্রযোজনা করেছেন রবার্ট শার্টফ ও আরউইন উইঙ্কলার। মুষ্টিযোদ্ধা জেক লামোত্তার স্মৃতিকথা রেজিং বুল: মাই স্টোরি অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন পল শ্রেডার ও মার্ডিক মার্টিন। এতে লামোত্তার ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডি নিরো। লামোত্তার ভাই জোই চরিত্রে অভিনয় করেন জো পেশি ও তার স্ত্রী ভিকি চরিত্রে অভিনয় করেন ক্যাথি মোরিয়ার্টি। অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন নিকোলাস কোলাসান্তো, টেরেসা সালডানা, ও ফ্রাঙ্ক ভিনসেন্ট।
রেজিং বুল চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ১৯৮০ সালের ১৪ই নভেম্বর এবং ১৯৮০ সালের ১৯শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৮ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণব্যয়ের বিপরীতে চলচ্চিত্রটি মাত্র ২৩.৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। মুক্তির পর চলচ্চিত্রটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করেন, তবে ডি নিরোর অভিনয় ও চলচ্চিত্র সম্পাদনা প্রশংসিত হয়। মিশ্র প্রতিক্রিতা সত্ত্বেও চলচ্চিত্রটি ৫৩তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালনাসহ আটটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা বিভাগে পুরস্কার লাভ করে।
১৮ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে চলচ্চিত্রটি মাত্র ২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহের ভাড়া থেকে মাত্র ১০.১ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করতে সমর্থ হয়।[৩] বক্স অফিস মোজো অনুসারে চলচ্চিত্রটি দেশের অভ্যন্তরের প্রেক্ষাগৃহ থেকে ২৩,৩৮৩,৯৮৭ মার্কিন ডলার আয় করে।[৪]