![]() | ||||
পূর্ণ নাম | দ্য রেঞ্জার্স ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য জের্স দ্য লাইট ব্লুজ দ্য টেডি বেয়ার্স | |||
প্রতিষ্ঠিত | মার্চ ১৮৭২ | |||
মাঠ | ইব্রোক্স স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ৫০,৮১৭ | |||
মালিক | দ্য রেঞ্জার্স ফুটবল ক্লাব লিমিটেড[১] | |||
অন্তর্বর্তী চেয়ারম্যান | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | স্কটিশ প্রিমিয়ারশিপ | |||
২০১৯–২০ | ২য় | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
দ্য রেঞ্জার্স ফুটবল ক্লাব (সাধারণত রেঞ্জার্স ফুটবল ক্লাব (ইংরেজি উচ্চারণ: /ˈreɪnʤəz ˈfʊtbɔːl klʌb/), রেঞ্জার্স এফসি অথবা গ্লাসগো রেঞ্জার্স[২] নামে পরিচিত) হচ্ছে গ্লাসগো ভিত্তিক একটি স্কটিশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্কটল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ স্কটিশ প্রিমিয়ারশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭২ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছে। রেঞ্জার্স এফসি তাদের সকল হোম ম্যাচ গ্লাসগোর ইব্রোক্স স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫০,৮১৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাবেক ইংরেজ ফুটবলার স্টিভেন জেরার্ড এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডগলাস পার্ক। ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় জেমস টাভেনিয়ার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, রেঞ্জার্স এফসি এপর্যন্ত ১১৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৫৪টি স্কটিশ প্রথম স্তরের লীগ, ১টি স্কটিশ চ্যাম্পিয়নশিপ, ১টি স্কটিশ লীগ ওয়ান, ১টি স্কটিশ লীগ টু, ৩৩টি স্কটিশ কাপ, ২৭টি স্কটিশ লীগ কাপ এবং ১টি স্কটিশ চ্যালেঞ্জ কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত কেবলমাত্র ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৭১–৭২ উয়েফা কাপ উইনার্স কাপ।
টেমপ্লেট:রেঞ্জার্স ফুটবল ক্লাব টেমপ্লেট:স্কটিশ প্রিমিয়ারশিপ