![]() ২০১৭ সালে বাজেলের হয়ে স্তেফেন | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রেনাতো স্তেফেন | ||
জন্ম | ৩ নভেম্বর ১৯৯১ | ||
জন্ম স্থান | আরাউ, সুইজারল্যান্ড | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লুগানো | ||
জার্সি নম্বর | ২২ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০৯, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
রেনাতো স্তেফেন (ফরাসি: Renato Steffen, ফরাসি উচ্চারণ: [ʁənatˈo stɛfˈɛn]; জন্ম: ৩ নভেম্বর ১৯৯১) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সুইজারল্যান্ডীয় ক্লাব লুগানো এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
স্তেফেন ২০১৫ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে ১টি গোল করেছেন।
রেনাতো স্তেফেন ১৯৯১ সালের ৩রা নভেম্বর তারিখে সুইজারল্যান্ডের আরাউতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
স্তেফেন কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ৯ই নভেম্বর তারিখে ঘোষিত সুইজারল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
সুইজারল্যান্ড | ২০১৫ | ২ | ০ |
২০১৬ | ৩ | ০ | |
২০১৯ | ৫ | ০ | |
২০২০ | ৪ | ০ | |
২০২১ | ৬ | ১ | |
২০২২ | ১২ | ০ | |
সর্বমোট | ২৮ | ১ |