রেনাল বৃতি

রেনাল বৃতি
লঘু এবং গুরু বৃতি বিশিষ্ট বৃক্কের চিত্র
চিত্রে বৃক্কদ্বয়ের সব কিছু বাদে কেবল পেলভিস এবং বৃতিগুলো দেখা যাচ্ছে, একটি ব্যবচ্ছিন্ন গরু এবং সীলমাছের নমুনা থেকে প্রাপ্ত। প্রজাতিভেদে এগুলোর আকার এবং সংখ্যায় ব্যাপক তারতম্য ঘটে।
বিস্তারিত
পূর্বভ্রূণইউরেটারিক মুকুল
তন্ত্রমূত্র তন্ত্র
শনাক্তকারী
লাতিনcalices renales
মে-এসএইচD007670
এফএমএFMA:284558
শারীরস্থান পরিভাষা

রেনাল বৃতি বা রেনাল ক্যালিক্স (ইংরেজিতে s.Renal calyx, p. calyces) হল বৃক্কের এক ধরনের প্রকোষ্ঠ, যার মধ্য দিয়ে মূত্র প্রবাহিত হয়। লঘু বৃতিগুলো (minor calyces) রেনাল পিরামিডের শীর্ষকে ঘিরে রাখে। কিডনিতে গঠিত মূত্র শীর্ষে অবস্থিত একটি রেনাল প্যাপিলার মধ্য দিয়ে লঘু বৃতিতে যায়; দুইটি বা তিনটি লঘু বৃতি মিলিত হয়ে একটি গুরু বৃতি (major calyx) গঠন করে, যেখান থেকে মূত্র রেনাল পেলভিস হয়ে ইউরেটারে প্রবেশ করে।

পেসমেকার কোষে সৃষ্ট পেরিস্টালসিস গতি ক্রমান্বয়ে বৃতিগুলোর প্রাচীরের মসৃণ পেশীতে উদ্ভূত হয়ে মূত্রকে রেনাল পেলভিস এবং ইউরেটারের মধ্য দিয়ে মূত্রাশয় পর্যন্ত চালিত করে। এর সূচনা ঘটে আয়তন বৃদ্ধির কারণে, যা বৃতিগুলোর প্রাচীর প্রসারিত করে। ফলে সেখানে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হয়ে পেশীর ছন্দময় সংকোচন এবং প্রসারণের সূচনা ঘটায়, যাকে পেরিস্টালসিস বলে। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু পেরিস্টালসিস গতি বাড়ায়, আর সিম্প্যাথেটিক স্নায়ু এটি কমায়।

ক্লিনিকাল গুরুত্ব

[সম্পাদনা]
রেনাল বৃতিতে প্রক্ষিপ্ত একটি "স্ট্যাগহর্ন" কিডনির পাথরের উদাহরণ

"স্ট্যাগহর্ন ক্যালকুলাস" হচ্ছে একপ্রকার কিডনির পাথর, যা রেনাল বৃতি পর্যন্ত বিস্তৃত হতে পারে।

একটি রেনাল ডাইভার্টিকুলাম হল রেনাল বৃতির ডাইভার্টিকুলাম।[][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Krzeski, T; Witeska, A (সেপ্টেম্বর ১৯৮১)। "Diverticula of renal calyces": 231–235। ডিওআই:10.1007/BF02082420 
  2. Chong, TW; Bui, MH (নভে ২০০০)। "Calyceal diverticula. Ureteroscopic management.": 647–54। ডিওআই:10.1016/s0094-0143(05)70114-2পিএমআইডি 11098763