ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | রেমকো জুরিয়ান পাসভীর [১] | ||||||||||||||||
জন্ম | ৮ নভেম্বর ১৯৮৩ | ||||||||||||||||
জন্ম স্থান | এনশেডে, নেদারল্যান্ডস | ||||||||||||||||
উচ্চতা | ১.৮৭ মি | ||||||||||||||||
মাঠে অবস্থান | গোল রক্ষক | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | আয়াক্স | ||||||||||||||||
জার্সি নম্বর | ২২ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
এসসি এনশেডে | |||||||||||||||||
–২০০৩ | টুয়েন্টে | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০০৩–২০০৬ | টুয়েন্টে | ১৪ | (০) | ||||||||||||||
২০০৬-২০১৪ | হেরাক্লেস আলমেলো | ১৩৪ | (০) | ||||||||||||||
২০০৮–২০১০ | → গো এহেড ইগলস (ধারে) | ৭৪ | (০) | ||||||||||||||
২০১৪–২৫০১৭ | পিএসভি | ৫ | (০) | ||||||||||||||
২০১৭–২০২১ | ভিতেসে | ৯২ | (০) | ||||||||||||||
২০২১– | আয়াক্স | ৩৪ | (০) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০২২– | নেদারল্যান্ডস | ২ | (০) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:২৯, ১২ নভে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:২০, ২৫ সেপ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
রেমকো জুরিয়ান পাসভীর (জন্ম ৮ নভেম্বর ১৯৮৩) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবলার যিনি এরেডিভিসি ক্লাব অ্যাজাক্স এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |
পাসভীর নেদারল্যান্ডস দলের অংশ ছিলেন যেটি পর্তুগালে ২০০৬ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। [২] ২২ সেপ্টেম্বর ২০২২-এ, পাসভীর ২০২২-২৩ উয়েফা নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে স্টার্টার হিসেবে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক করেন। ৩৮ বছর বয়সে, ২০১০ সালে (৩৯ বছর বয়সী) স্যান্ডার বোশকারের পরে তিনি ওলন্দাজ জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় ছিলেন। [৩]