রেমন্ড মাসোনো | |
---|---|
বুগেনভিল স্বায়ত্তশাসিত অঞ্চলের উপরাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ২২ ফেব্রুয়ারি ২০১৭ – ২৫ সেপ্টেম্বর ২০২০ | |
পূর্বসূরী | প্যাট্রিক নিসিরা |
বুগেনভিল স্বায়ত্তশাসিত অঞ্চলের শক্তি ও খনিজসম্পদ মন্ত্রী | |
কাজের মেয়াদ ২০১৫ – বর্তমান | |
বুগেনভিল গণপরিষদ | |
কাজের মেয়াদ ২০১৫ – ২০২১ | |
পূর্বসূরী | ফ্রাঙ্ক পাসিনি মারেনা |
নির্বাচনী এলাকা | আতোলস |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ২৫ জুন ২০২১ |
জাতীয়তা | পাপুয়া নিউগিনীয় |
রেমন্ড মাসোনো (মৃত্যু: ২৫শে জুন ২০২১) হলেন পাপুয়া নিউগিনির বুগেনভিল স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন রাজনীতিবিদ। তিনি বুগেনভিল স্বায়ত্তশাসিত অঞ্চলের উপরাষ্ট্রপতি।
রেমন্ড মাসোনো ২০১৫ সালে আতোলস থেকে বুগেনভিল গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।[১] এরপর, তিনি বুগেনভিল স্বায়ত্তশাসিত অঞ্চলের শক্তি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
২০১৭ সালে রেমন্ড মাসোনো বুগেনভিল স্বায়ত্তশাসিত অঞ্চলের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।[২]