পূর্ণ নাম | রেয়াল ভায়াদোলিদ এস.এ.ডি. | ||
---|---|---|---|
ডাকনাম | পুসেলা / পুসেলানোস (পুসেল) ব্লাঙ্কিবিওলেতাস / আলবিওলেতাস (সাদা এবং বেগুনী) | ||
প্রতিষ্ঠিত | ২০ জুন ১৯২৮ | ||
মাঠ | হোসে সোররিয়া, ভায়াদোলিদ, ভায়াদোলিদ প্রদেশ, কাস্তিল এবং লেওন | ||
ধারণক্ষমতা | ২৭,৮৪৬ | ||
মালিক | রোনালদো (৮২%)[১] | ||
সভাপতি | রোনালদো | ||
প্রধান কোচ | সার্হিও গন্সালেস | ||
লিগ | লা লিগা | ||
২০১৯–২০ | ১৩তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
রেয়াল ভায়াদোলিদ এস.এ.ডি. (সাধারণত রেয়াল ভায়াদোলিদ স্পেনীয় উচ্চারণ: [reˈal βaʎaðoˈlið] অথবা শুধুমাত্র ভায়াদোলিদ নামে পরিচিত) হচ্ছে ভায়াদোলিদ ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লীগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯২৮ সালের ২০শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[২] রেয়াল ভায়াদোলিদ তাদের সকল হোম ম্যাচ ভায়াদোলিদের এস্তাদিও হোসে সোররিয়ায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,৮৪৬।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সার্হিও গন্সালেস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক ব্রাজিলীয় ফুটবলার রোনালদো।[৪] স্পেনীয় রক্ষণভাগের খেলোয়াড় হাবি মোয়ানো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, রেয়াল ভায়াদোলিদ এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কোপা দে লা লিগা, ৩টি সেহুন্দা ডিভিশন এবং ১টি কোপা রেয়াল ফেদেরাসিওন এস্পানিওলা দে ফুটবল শিরোপা রয়েছে।