কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | উপেন্দ্র যাদব (এফসি) শর্মা (লিস্ট এ ও টি২০) |
কোচ | দীনেশ লাড় |
মালিক | রেলওয়েজ স্পোর্টস প্রমোশন বোর্ড[১] |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ১৯৫৮ |
স্বাগতিক মাঠ | করনাইল সিং স্টেডিয়াম, দিল্লি (ও অন্যান্য) |
ইতিহাস | |
প্রথম শ্রেণী অভিষেক | বনাম পূর্ব পাঞ্জাব ১৯৫৮ সালে গান্ধী স্টেডিয়াম, জলন্ধর |
রনজি ট্রফি জয় | ২ |
ইরানি কাপ জয় | ২ |
বিজয় হাজারে ট্রফি জয় | ১ |
সৈয়দ মুশতাক আলী ট্রফি জয় | ০ |
দাপ্তরিক ওয়েবসাইট | RSPB |
রেলওয়েজ ক্রিকেট দল ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় রেলের প্রতিনিধিত্ব করে। দলের ঘরের মাঠ হল দিল্লির করনাইল সিং স্টেডিয়াম ও ভুবনেশ্বরের পূর্ব উপকূল রেল স্টেডিয়াম।[২]
ইতিহাসের বেশিরভাগ ক্ষেত্রে, ভারতীয় রেল রঞ্জি ট্রফিতে খুব কম সাফল্য পেয়েছে। যাইহোক, ২০০০ সাল থেকে সাম্প্রতিক বছরগুলিতে, রেলওয়ে দুবার ট্রফি জিতেছে এবং একবার রানার্স আপ হয়েছে। রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন হিসেবে, তারা দুইবার ইরানি কাপ খেলেছে, দুইবারই বিজয়ী হয়েছে।
এছাড়া বিজয় হাজারে ট্রফিতে ২০০৫/০৬-এ চ্যাম্পিয়ন ও ২০১৩/১৪-এ রানার্স-আপ হয়েছিল রেলওয়েজ দল।
ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন: (প্রথম ম্যাচের সাল প্রদত্ত)
ভারতের হয়ে ওডিআই খেলেছেন, কিন্তু টেস্ট খেলেননি: (প্রথম ম্যাচের সাল প্রদত্ত)