রেশম টিপনিস | |
---|---|
জন্ম | ১৯৭২/১৯৭৩ (৫০–৫২ বছর) |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৩-বর্তমান |
পরিচিতির কারণ | বিগ বস মারাঠি ১ সাহেব বিবি আউর বস |
দাম্পত্য সঙ্গী | সঞ্জীব শেঠ (বি. ১৯৯৩; বিচ্ছেদ. ২০০৪) |
রেশম টিপনিস একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি ১৯৯৩ শাহরুখ খান অভিনীত বাজিগার ছবিতে অঞ্জলি সিনহা নামক ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন। তিনি বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন। এর আগে তিনি লাইফ ওকে তে দো দিল দিল এক জানা ধারাবাহিকে সরোজ চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সাতারঙ্গি সাসুরালে ববিতার ভূমিকায় অভিনয় করেছিলেন। এমনকি তিনি কিছু মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তিনি ২০১৮ সালে বিগ বস মারাঠি ১ রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন।[১][২][৩]
টিপনিস ১৯৯৩ সালে ২০ বছর বয়সে অভিনেতা সঞ্জীব শেঠ কে বিয়ে করেন কিন্তু তাদের মধ্যে ২০০৪ সালে বিচ্ছেদ হয়ে যায়। ঋষিকা এবং মানব নামে তাঁদের ২ টি সন্তান আছে। ২০১৮ সালে তিনি সন্দেশ কীর্তিকার সাথে সম্পর্কে আসেন।
ধারাবাহিক | ভাষা | চরিত্র | সূত্র |
---|---|---|---|
কারিশমা | নাতাশা | ||
শতরঞ্জি শাশুরাল | ববিতা | ||
তু তু মে মে | গুড্ডি | ||
হাফ মেরেজ | জানকি | ||
বিগ বস মারাঠি ১ | মারাঠি | প্রতিযোগী | |
আসল পাহানে ইরসাল নামুনাব | নিজেই | ||
এক টপ্পা আউট | বিচারক | ||
একদম কড়াক | নিজেই | ||
বিগ বস মারাঠি ২ | |||
কুছ তো হ্যা: নাগিন এক নয়ে রং মে | হিন্দি | প্রিয়ার মা |