রেসিং ক্লাব স্ত্রাসবুর আলজাস

স্ত্রাসবুর আলজাস
পূর্ণ নামরেসিং ক্লাব দ স্ত্রাসবুর আলজাস
ডাকনামলে রেসিং
প্রতিষ্ঠিত১৯০৬; ১১৯ বছর আগে (1906)
মাঠস্তাদ দে লা মেনো
ধারণক্ষমতা২৬,২৮০
সভাপতিফ্রান্স মার্ক কেলার
প্রধান কোচফ্রান্স থিয়েরি লরে
লিগলীগ ১
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

রেসিং ক্লাব স্ত্রাসবুর আলজাস (আলসাতীয়: Füeßbàllmànnschàft Vu Stroßburri সাধারণত রেসিং ক্লাব দ স্ত্রাসবুর আলজাস, আরএস স্ত্রাসবুর, রেসিং স্ত্রাসবুর, আরসিএসএ অথবা শুধুমাত্র স্ত্রাসবুর নামে পরিচিত) হচ্ছে স্ত্রাসবুর ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্ত্রাসবুর আলজাস তাদের সকল হোম ম্যাচ স্ত্রাসবুরের স্তাদ দে লা মেনোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৬,২৮০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন থিয়েরি লরে[] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মার্ক কেলারসার্বীয় রক্ষণভাগের খেলোয়াড় স্তেফান মিত্রোভিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এই ক্লাবটি এপর্যন্ত ১টি লীগ ১, ৩টি লীগ ২, ১টি শম্পিওনাত ন্যাশনাল এবং ১টি শম্পিওনাত ন্যাশনাল ২ শিরোপা জয়লাভ করেছে।

অর্জন

[সম্পাদনা]

ইউরোপ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Laurey futur entraîneur"www.rcstrasbourgalsace.fr (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৭ 

গ্রন্থবিবরণী

[সম্পাদনা]
  • পিয়ের পেরনি, Racing 100 ans, ২০০৬, পৃষ্ঠা: ৩৫০
  • রোনালদ ইরলে, Il était une fois le Racing, Toute l'histoire du club omnisport Strasbourgeois, ১৯৯১, পৃষ্ঠা: ১৭৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]