পূর্ণ নাম | রেসিং ক্লাব দ স্ত্রাসবুর আলজাস | ||
---|---|---|---|
ডাকনাম | লে রেসিং | ||
প্রতিষ্ঠিত | ১৯০৬ | ||
মাঠ | স্তাদ দে লা মেনো | ||
ধারণক্ষমতা | ২৬,২৮০ | ||
সভাপতি | মার্ক কেলার | ||
প্রধান কোচ | থিয়েরি লরে | ||
লিগ | লীগ ১ | ||
২০১৯–২০ | ১০ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
রেসিং ক্লাব স্ত্রাসবুর আলজাস (আলসাতীয়: Füeßbàllmànnschàft Vu Stroßburri সাধারণত রেসিং ক্লাব দ স্ত্রাসবুর আলজাস, আরএস স্ত্রাসবুর, রেসিং স্ত্রাসবুর, আরসিএসএ অথবা শুধুমাত্র স্ত্রাসবুর নামে পরিচিত) হচ্ছে স্ত্রাসবুর ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্ত্রাসবুর আলজাস তাদের সকল হোম ম্যাচ স্ত্রাসবুরের স্তাদ দে লা মেনোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৬,২৮০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন থিয়েরি লরে[১] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মার্ক কেলার। সার্বীয় রক্ষণভাগের খেলোয়াড় স্তেফান মিত্রোভিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
এই ক্লাবটি এপর্যন্ত ১টি লীগ ১, ৩টি লীগ ২, ১টি শম্পিওনাত ন্যাশনাল এবং ১টি শম্পিওনাত ন্যাশনাল ২ শিরোপা জয়লাভ করেছে।