রেসিডেন্ট ইভিল: দ্য ফাইনাল চ্যাপ্টার ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর একটি ভৌতিক-অ্যাকশন চলচ্চিত্র। চলচ্চিত্রটি লিখেছেন ও পরিচালনা করেছেন পল ডব্লিউ. এস. অ্যান্ডারসন। এটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রেসিডেন্ট ইভিল: রিট্রিবিউশন চলচ্চিত্রের পরবর্তী কিস্তি এবং রেসিডেন্ট ইভিল সিরিজের ষষ্ঠ ও শেষ চলচ্চিত্র। এই রেসিডেন্ট ইভিল সিরিজটি ক্যাপকর্ম কর্তৃক নির্মিত রেসিডেন্ট ইভিল নামক ভিডিও গেম সিরিজের ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে।[৬][৭][৮][৯][১০]
ছবিটিতে অভিনয় করেছেন মিলা ইয়োভাভিচ, আলি লার্টার, শন রবার্টস, রুবি রোজ, ওয়িন ম্যাকেন, উইলিয়াম লেভি, ইয়ান গ্লেন সহ আরো অনেকে। চলচ্চিত্রটিতে দেখানো হয় অ্যালিস ও তার সঙ্গীরা অ্যালবার্ট ওয়েস্কার কর্তৃক বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর আমব্রেলা কর্পোরেশনের বিরুদ্ধে এক শ্বাসরুদ্ধকর জীবন-মরণ সংগ্রামে অবতীর্ণ হয়।
এটি ২০১৬ সালের ২৩ ডিসেম্বর জাপানে মুক্তি পায়।[১১] আর তার পরের বছর অর্থাৎ ২০১৭ সালের ২৭ জানুয়ারিতে টু-ডি, থ্রি-ডি ও আইম্যাক্স থ্রি-ডি আকারে যুক্তরাষ্ট্রে মুক্তি প্রায়। মুক্তি পাওয়ার পর এটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। চলচ্চিত্রটি এ পর্যন্ত প্রায় ৩০ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার আয় করে যা এই সিরিজের সকল চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বেশি।[১২]