ব্যক্তিগত তথ্য | ||||||
---|---|---|---|---|---|---|
জন্ম | ১৯৬৪ (বয়স ৫৯–৬০) | |||||
পেশা | অ্যাথলেট | |||||
পদকের তথ্য
|
রোজা কুট্টি (জন্ম ১৯৬৪ সালে) একজন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি ১৯৯৬ এবং ২০০০ সালে অলিম্পিকে ৪x ৪০০ মিটার রিলে দৌড়ে অংশগ্রহণ করেছিলেন।[১] তিনি ১৯৯৮ এশিয়ান গেমসে ৮০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছিলেন। তার বাড়ি কেরালার মুভাত্তুপুঝার আয়ভানায়। বর্তমানে ভারতের কর্ণাটক প্রদেশের ব্যাঙ্গালোরে থাকেন। তিনি সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের ব্যাঙ্গালোর ডিভিশনে স্পোর্টস অফিসার হিসেবে কাজ করেন। ১৯৯৪ সালে তিনি তার কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার পেয়েছিলেন।