প্রতিষ্ঠিত | ১৯০৫ |
---|---|
বিলুপ্ত | ১৯৩০ |
সদর দপ্তর | রোজারিও, আর্জেন্টিনা |
ফিফা অধিভুক্তি | নেই |
ওয়েবসাইট | rosariofutbol |
রোজারিনা ফুটবল লিগ (স্পেনীয়: Liga Rosarina de Football; এছাড়াও সংক্ষেপে এলআরএফ নামে পরিচিত) হচ্ছে আর্জেন্টিনার রোজারিওর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর আর্জেন্টিনার রাজধানী রোজারিওতে অবস্থিত।
এই সংস্থাটি আঞ্চলিক লিগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[২]