রোজালিয়া

রোজালিয়া
রোজালিয়া, ২০১৯
জন্ম
রোজালিয়া ভিয়া তোবৈলা

(1993-09-25) ২৫ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ৩১)
মাতৃশিক্ষায়তনকাতালান কলেজ অব মিউজিক (ESMUC)
পেশা
  • গায়িকা
  • গীতিকার
কর্মজীবন২০১৩-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
El Mal Querer
উচ্চতা৫'৫ (১.৬৬মি)
ওয়েবসাইটrosalia.com

রোসালিয়া ভিয়া তোবৈলা (জন্ম ২৫ সেপ্টেম্বর, ১৯৯৩) একজন স্পেনীশ গায়িকা ও গীতিকার। তিনি স্পেনীশ বিশেষ এক ধরনের গানের আনুধিক গায়কীর জন্য অত্যন্ত জনপ্রিয়। তিনি পাঁচটি ল্যাটিন গ্র্যামি এওয়ার্ড ও একটি গ্র্যামি এওয়ার্ড অর্জন করেছেন। তিনি বার্সেলোনার টেলার দি মুসিকিজ নামক একটি প্রতিষ্ঠান থেকে ৬ বছরের কোর্স করেন এবং পেশাদার গায়িকা হিসাবে ১৬ বছর বয়স থেকেই আত্নপ্রকাশ ঘটান।

২০১৯ সালের সর্বাধিক দেখা ইউটিউব ভিডিওর তালিকায় তার একটি গান ২য় স্থানে থাকে। এ পর্যন্ত গানটি ১.২৬ বিলিয়ন বার দেখা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

https://www.rosalia.com/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুন ২০২১ তারিখে

https://en.wikipedia.org/wiki/List_of_most-viewed_YouTube_videos

https://www.youtube.com/watch?v=p7bfOZek9t4

https://en.wikipedia.org/wiki/Rosal%C3%ADa_(singer)