ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রোদ্রিগো লুইজ আনজেলত্তি | ||
জন্ম | ২৭ এপ্রিল ১৯৯৮ | ||
জন্ম স্থান | ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাশিওয়া রেইসোল | ||
জার্সি নম্বর | ২৯ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৯ | রেড বুল ব্রাজিল | ০ | (০) |
২০১৭–২০১৮ | → লিফেরিং (ধার) | ১৯ | (২) |
২০১৯–২০২০ | ব্রাগান্তিনো | ০ | (০) |
২০১৯ | → ইতুয়ানো (ধার) | ১১ | (২) |
২০২১– | কাশিওয়া রেইসোল | ১৭ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:২৮, ২ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
রোদ্রিগো লুইজ আনজেলত্তি (পর্তুগিজ: Rodrigo Angelotti; জন্ম: ২৭ এপ্রিল ১৯৯৮; রোদ্রিগো আনজেলত্তি এবং শুধুমাত্র রোদ্রিগো নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিওয়া রেইসোলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
রোদ্রিগো লুইজ আনজেলত্তি ১৯৯৮ সালের ২৭শে এপ্রিল তারিখে ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।