রোদ্রিগো দে পোল

রোদ্রিগো দে পোল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রোদ্রিগো হাভিয়ের দে পোল
জন্ম (1994-05-24) ২৪ মে ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান সারান্দি (বুয়েনোস আইরেস), আর্জেন্টিনা
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০২–২০১২ আভেয়ানেদা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৪ আভেয়ানেদা ৫৪ (৬)
২০১৪–২০১৬ ভালেনসিয়া ৩৪ (১)
২০১৬আভেয়ানেদা (ধার) ১১ (০)
২০১৬–২০২১ উদিনেসে ১৭৭ (৩৩)
২০২১– আতলেতিকো মাদ্রিদ ৪৭ (৪)
জাতীয় দল
২০১৮– আর্জেন্টিনা ৪১ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:১০, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১০, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রোদ্রিগো হাভিয়ের দে পোল (স্পেনীয়: Rodrigo De Paul, স্পেনীয় উচ্চারণ: [roˈðɾiɣo ðe pol]; জন্ম: ২৪ মে ১৯৯৪; রোদ্রিগো দে পোল নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদ এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

রোদ্রিগো ২০১৮ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৩ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রোদ্রিগো হাভিয়ের দে পোল ১৯৯৪ সালের ২৪শে মে তারিখে আর্জেন্টিনার সারান্দি (বুয়েনোস আইরেস) জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১৮ সালের ১১ই অক্টোবর তারিখে, ২৪ বছর, ৪ মাস ও ১৭ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী রোদ্রিগো ইরাকের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ২৭ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি আর্জেন্টিনা ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে রোদ্রিগো সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৮ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ২০১৮
২০১৯ ১৪
২০২০
২০২১ ১৫
২০২২
সর্বমোট ৪৩

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]