রোব ভ্যান ড্যাম | |
---|---|
জন্ম নাম | রোব শ্যত্তস্কি |
জন্ম | [১] ব্যাটল ক্রিক, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র[২] | ১৮ ডিসেম্বর ১৯৭০
বাসস্থান | লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, আমেরিকা |
দাম্পত্য সঙ্গী | সনিয়া ডেলব্যাক (বি. ১৯৯৮; বিচ্ছেদ. ২০১৮) |
ওয়েবসাইট | www |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | রবিই ভি[২] রোব শ্যত্তস্কি[২] রোব ভ্যান ড্যাম[৩] |
কথিত উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি[৪] |
কথিত ওজন | ২৩৫ পাউন্ড[৪] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | ব্যাটল ক্রিক, মিশিগান[৫] লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া[৬] |
প্রশিক্ষক | এড ফরহাত[২] |
অভিষেক | ১৯৯০[২] |
রোব শ্যত্তস্কি (জন্ম ডিসেম্বর ১৮, ১৯৭০), তিনি তার রিং নাম রোব ভ্যান ড্যাম (সংক্ষিপ্ত আরভিডি), একজন আমেরিকান পেশাদার কুস্তিগির এবং অভিনেতা, তিনি বর্তমানে ইমপ্যাক্ট রেসলিং এর সাথে যুক্ত আছেন। তিনি তার কর্মজীবনে ভিবিন্ন কুস্তি সংস্থার সাথে কাজ করেছেন,এর মধ্যে এক্সট্রিম চ্যাম্পিয়নশিপ রেসলিং (ইসিডাব্লিউ), ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন/ইন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউএফ/ই), এবং টোটাল ননস্টপ একশন রেসলিং (টিএনএ)।
ভ্যান ড্যাম তার কুস্তি জীবনে সর্বমোট ২১ টি চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং তিনি ইতিহাসের একমাত্র কুস্তিগির যিনি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ, ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পয়নশিপ এবং টিএনএ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
ভ্যান ড্যাম ইসিডাব্লিউ, ডাব্লিউডাব্লিউই এবং টিএনএ উভয় জায়গায় ই সফল হয়েছেন। ২০১৪ সালে ডাব্লিউডাব্লিউই ভ্যান ড্যামকে ইসিডাব্লিউ ইতিহাসের সবথেকে জনপ্রিয় কুস্তিগির ঘোষণা করে।[৭]
রোব ব্যটল ক্রিক, মিশিগান এ বেড়ে উঠেছেন এবং পেনিফাইড সিনিয়র হাই স্কুল এ পড়াশোনা করেছেন। রোব ১৯৮৭ সালে প্রথম ডাব্লিউডাব্লিউএফ এ তার আত্মপ্রকাশ ঘটান টেড ডায়াবায়াস এর সাথে।[৮] ১৬ বছর বয়সি রোবকে মিলিয়ন ডলার ম্যান খেত টেড অনেক বড় অঙ্কের টাকা অফার করেন,তার সাথে চলার জন্য।[৯] তিনি রেসলম্যানিয়া ৩ এ হাল্ক হোগানের বিপক্ষেও কুস্তি লড়েছিলেন।
রোব পেশাদারি কুস্তি জীবনে প্রবেশ করেন ১৯৯০ সালে।[১০] ১৯৯১ সালে রন স্লিনকার তাকে রোব ভ্যান ড্যাম নামে আক্ষায়িত করেন, সম্বভত তার মার্শাল আর্টস দক্ষতা দেখে রন তাকে এই নামটি দেন।[১১] তিনি মিশিগানের অনেক স্বতন্ত্র ক্ষেত্রে কুস্তি লড়েছেন, এর মধ্যে ইউএসডাব্লিউএ এবং এসএপিডাব্লিউ উল্লেখযোগ্য। এসএপিডাব্লিউ এ তিনি তার প্রথম কুস্তি খেতাব জিতেন, যা ছিলো ছাজ রোকো এর সাথে এসএপিডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ।[১২] এছাড়া অল জাপান প্রো রেসলিং এ তিনি এজেপিডাব্লিউ জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।[১৩]