রোবার্তো রোসেলিনি | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৩ জুন ১৯৭৭ | (বয়স ৭১)
পেশা | পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য লেখক |
দাম্পত্য সঙ্গী | Assia Noris Marcella De Marchis (১৯৩৬-৫০) ইনগ্রিড বারিমান (১৯৫০-৫৭) Sonali Das Gupta (১৯৫৭-৭৭) |
সন্তান | Marco Romano Rossellini (১৯৩৭-৪৬) Renzo Rossellini (১৯৪১) Roberto Ingmar Rossellini (১৯৫০) Ingrid Rossellini(১৯৫২) ইসাবেলা রোসেলিনি (১৯৫২) Gil Rossellini (১৯৫৬) (পালক) Raffaella Rossellini (১৯৫৮) |
রোবার্তো রোসেলিনি [১][২] (ইতালীয়: Roberto Rossellini) (৮ই মে, ১৯০৬ - ৩রা জুন, ১৯৭৭) ইতালীয় চলচ্চিত্র পরিচালক। [৩] তিনি ইতালির নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। তার অনেকগুলো ছবিই এই আন্দোলনকে বেগবান করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য Roma città aperta।
১৯৫৭ সালে ভারতের তৎকালীন সরকার প্রধান জওহরলাল নেহেরু তাকে ভারতে আসার আমন্ত্রণ জানান। উদ্দেশ্য ছিল ইন্ডিয়া: মাতৃভূমি নামক প্রামাণ্য চিত্র নির্মাণ এবং সদ্য বিকশমান ভারতীয় চলচ্চিত্র জগতে প্রাণ সঞ্চার। ইনগ্রিড বারিমানের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকা সত্ত্বেও এ সময় রোসেলিনি এক ভারতীয় লেখিকার প্রেমে পড়ে যান। সোনালি দাস গুপ্তা নামক এই চিত্রনাট্য রচয়িতা প্রামাণ্য চিত্রটির জন্য কিছু সরঞ্জাম জোগাড় করে দেয়ার কাজ করছিলেন।
১৯৫০ সালে এ ধরনের দ্বৈত সম্পর্ক বেশ কট্টরভাবে দেখা হতো। হলিউড ও ভারতে এ নিয়ে বিশাল স্ক্যান্ডালের সৃষ্টি হয়। অগত্যা নেহেরু তাকে ভারত ত্যাগ করতে বলতে বাধ্য হন। ১৯৫৭ সালে রোসেলিনি সোনালিকে বিয়ে করেন এবং Gil Rossellini-কে পালক ছেলে হিসেবে গ্রহণ করেন। এই দম্পতির একটি মেয়ে হয়েছিল যার নাম রাফায়েলা রোসেলিনি।