ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রোবের্তো ফাবিয়ান আয়ালা | ||
জন্ম | ১৪ এপ্রিল ১৯৭৩ | ||
জন্ম স্থান | পারানা, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | লিবেরো / সেন্টার ব্যাক | ||
যুব পর্যায় | |||
ফেরো কারিল ওয়েস্তে | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৯১–১৯৯৩ | ফেরো কারিল ওয়েস্তে | ৭২ | (১) |
১৯৯৪–১৯৯৫ | রিভার প্লেত | ৪০ | (০) |
১৯৯৫–১৯৯৮ | নাপোলি | ৮৭ | (১) |
১৯৯৮–২০০০ | মিলান | ২৪ | (০) |
২০০০–২০০৭ | ভালেনসিয়া | ১৮৮ | (৯) |
২০০৭ | ভিয়ারিয়াল | ০ | (০) |
২০০৭–২০১০ | জারাগোজা | ৭২ | (৪) |
২০১০–২০১১ | রাসিং ক্লাব | ১৬ | (০) |
মোট | ৪৯৯ | (১৫) | |
জাতীয় দল | |||
১৯৯৪–২০০৭ | আর্জেন্টিনা | ১১৫ | (৭) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
রোবের্তো ফাবিয়ান আয়ালা (স্পেনীয়: Roberto Fabián Ayala, স্পেনীয় উচ্চারণ: [roˈβ̞erto faˈβ̞jan aˈʒala]; জন্ম ১৪ এপ্রিল ১৯৭৩) একজন প্রাক্তন আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়, যিনি সেন্টার ব্যাক হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলে খেলতেন। তিনি তার কর্মজীবনে স্পেনীয় ক্লাব ভালেনসিয়া, জারাগোজা, ইতালীয় ক্লাব মিলান, নাপোলি এবং আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেতে খেলেছেন। এছাড়া তিনি আরও কিছু ক্লাবের হয়ে খেলেছেন।
আয়ালাকে আর্জেন্টিনার অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার মনে করা হয়। তিনি রেকর্ড ৬৩টি খেলায় আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] তিনি তিনটি বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন এবং আর্জেন্টিনার হয়ে মোট ১১৫টি খেলায় মাঠে নেমেছেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |