রোবের্তো কার | |
---|---|
জন্ম | ত্রিয়েস্তে, ইতালি | ৩ জানুয়ারি ১৯৪৭
শিক্ষা | পোলিতেকনিকো দি মিলানো |
পরিচিতির কারণ | কার-পাররিনেল্লো পদ্ধতি |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | EPFL IBM SISSA জেনেভা বিশ্ববিদ্যালয় প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | ওরাৎসিও সভেলতো |
রোবের্তো কার (ইতালীয়: Roberto Car; জন্ম ৩রা জানুয়ারি, ১৯৪৭, ত্রিয়েস্তে, ইতালি) একজন ইতালীয় পদার্থবিজ্ঞানী ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে রালফ ডব্লিউ ডর্নট ৩১ অধ্যাপক। এছাড়া তিনি উপাদানসমূহের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রিন্সটন ইনস্টিটিউটের শিক্ষকমণ্ডলীর একজন সদস্য।[১] তিনি আণবিক গতিবিজ্ঞান ঘটনাবলীর ছদ্মায়নের উপরে গবেষণা সম্পাদন করেন।