রোমান রেইন্স

রোমান রেইন্স
সামারস্ল্যাম ২০২৩ এ রোমান রেইন্স
জন্ম নামলিটি জোসেফ “জো” আনোয়া’ই
জন্ম (1985-05-25) ২৫ মে ১৯৮৫ (বয়স ৩৯)
পেনসাকোলা, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র[]
বাসস্থানট্যাম্পা, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র
পরিবারআনোয়া'ই
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামজো আনোয়া’ই
লিকি
রোমান লিকি
রোমান রেইন্স
কথিত উচ্চতা৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)[]
কথিত ওজন২৬৫ পা (১২০ কেজি)[]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
পেনাসাকোলা, ফ্লোরিডা[]
প্রশিক্ষকআফা আনোয়া'ই[]
সিকা আনোয়া'ই[]
ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং[]
অভিষেক২০১০

লিটি জোসেফ “জো” আনোয়া’ই (জন্ম: মে ২৫, ১৯৮৫) হলেন একজন আমেরিকান পেশাদার কুস্তিগির, প্রাক্তন পেশাদার কানাডীয় ফুটবল খেলোয়াড়, অভিনেতা এবং আনোয়া'ই পরিবারের সদস্য। বর্তমানে তিনি ডব্লিউডব্লিউই-এর সাথে চুক্তিবদ্ধ। সেখানে তিনি তাঁর রিং নাম রোমান রেইন্স (ট্রাইবাল চিফ নামেও পরিচিত) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। রেইন্স দু’বারের এবং বর্তমান ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ‍্যাম্পিয়ন, তিনবার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন , একবার ডব্লিউডব্লিউই ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, একবার ডব্লিউডব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়ন (সেথ রলিন্স-এর সঙ্গে), একবারের ডব্লিউডব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং একজন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। তিনি জর্জিয়া টেকের হয়ে কলেজিয়েট ফুটবল খেলতেন।তিনি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রয়েছেন।

আনোয়া’ই ২০১০ সালে ডব্লিউডব্লিউই-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। তাঁকে ডব্লিউডব্লিউই-এর শাখা ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং-এ পাঠানো হয়। ২০১২ সালের নভেম্বরে দ্য শিল্ড হিসেবে সেথ রলিন্স আর ডীন আমব্রোসের সাথে তার অভিষেক হয়। জুন, ২০১৪ সালে দ্য শিল্ড-এর ভাঙন হলে, রেইন্স একা খেলা শুরু করেন। তারপর ২০১৭ সালের শেষে দ্য শিল্ডের তিন জন মেম্বার আবার একত্ববদ্ধ হয়। রোমান ২০১৫ রয়্যাল রাম্বল বিজয়ী, সাতবারের ডাব্লিউডাব্লিউই রেসলমেনিয়া মেইন ইভেন্টটর এবং ২০১৪ সুপারস্টার অব দ্য ইয়ার স্লামি অ্যাওয়ার্ড বিজয়ী। বর্তমানে তিনি ডব্লিউডব্লিউই-তে "স্ম্যাকডাউন" ব্র্যান্ডের হয়ে খেলেন।

সম্প্রতি রোমান লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন। ২৩শে অক্টোবর, ২০১৮-তে রোমান তাঁর লিউকেমিয়া রোগ সম্বন্ধে মানডে নাইট র শো-তে জানান। তিনি বলেন সুস্থ হয়ে তিনি খুব শীঘ্রই পুনরায় রেসলিং জগতে প্রত্যাবর্তন করবেন। ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে রোমান দীর্ঘ চার মাস পর ডব্লিউডব্লিউই-র মনডে নাইট র শো-তে ফিরে আসার মাধ্যমে তার রেসলিং ক্যারিয়ার পুনরায় শুরু করেন। রেসলিং-এর পাশাপাশি রোমান "ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস: হবস অ্যান্ড শ" চলচ্চিত্রে অভিনয় করেছেন। ডব্লিউডব্লিউই-তে তাঁর মুভগুলি হল: স্পিয়ার, সুপারম্যান পাঞ্চ, সামোয়ান ড্রপ, বিগ বুট, গিলিটিন চোক ইত্যাদি।

চ্যাম্পিয়নশিপ এবং সম্মান

[সম্পাদনা]

কলেজিয়েট ফুটবল

[সম্পাদনা]

পেশাদারি কুস্তি

[সম্পাদনা]
রেইন্স একবারের ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়ন (সাথে তার সাবেক শিল্ড সঙ্গী সেথ রলিন্স)

লুচা দে আপুয়েস্টা রেকর্ড

[সম্পাদনা]
বিজয়ী (wager) পরাজয়ী (wager) অবস্থান ইভেন্ট তারিখ নোট
রোমান রেইন্স শেইমাস (চ্যাম্পিয়ন) Philadelphia, Pennsylvania ১৪ ডিসেম্বর ২০১৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; OWoW নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. "Roman Reigns"WWE। সংগ্রহের তারিখ এপ্রিল ১, ২০১৩ 
  3. Van Der Griend, Blaine (ডিসেম্বর ২৮, ২০১১)। "Islanders put family first in wrestling business"Slam! SportsCanadian Online Explorer। এপ্রিল ১৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৫, ২০১২ 
  4. "The PWI Awards"। Pro Wrestling Illustrated34 (2): 42–43। ২০১৪। 
  5. "Pro Wrestling Illustrated (PWI) 500 for 2015"। The Internet Wrestling Database। সংগ্রহের তারিখ অক্টোবর ৫, ২০১৫ 
  6. Meltzer, Dave (জানুয়ারি ২৭, ২০১৪)। "Jan 27 2014 Wrestling Observer Newsletter: 2013 Annual awards issue, best in the world in numerous categories, plus all the news in pro-wrestling and MMA over the past week and more"Wrestling Observer NewsletterCampbell, California: 1–37। আইএসএসএন 1083-9593। আগস্ট ২৭, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৮, ২০১৬ 
  7. "The Shield's first WWE Tag Team Championship reign"। ৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬ 
  8. "WWE.com Roman Reigns won 2015 Royal Rumble Match" 
  9. Martin, Adam (ডিসেম্বর ৮, ২০১৪)। "Early 2014 WWE Slammy Award winners announced"। WrestleView। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৯, ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]