![]() | |||
ডাকনাম | ত্রিকলরি | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | রোমানীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | মিরেল রাদোই | ||
অধিনায়ক | মারিউস মারিন | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | ROU | ||
ওয়েবসাইট | www | ||
| |||
গ্রীষ্মকালীন অলিম্পিক | |||
অংশগ্রহণ | ৪ (১৯২৪-এ প্রথম) | ||
সেরা সাফল্য | ৫ম স্থান ১৯৬৪ |
রোমানিয়া জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: Romania national under-23 football team; যা রোমানিয়া অলিম্পিক ফুটবল দল অথবা রোমানিয়া অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে রোমানিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম রোমানিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রোমানীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১]
ত্রিকলরি নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিরেল রাদোই এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন পিসার মধ্যমাঠের খেলোয়াড় মারিউস মারিন। রোমানিয়া অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৪ বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে পঞ্চম স্থান অধিকার করা।[২]
মিহাই আইয়োয়ানি, রিকার্দো গ্রিগোরে, মার্কো দুলকা, মারিউস মারিন এবং আন্দ্রি সিন্তেয়ানের মতো খেলোয়াড়গণ রোমানিয়ার অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
গ্রীষ্মকালীন অলিম্পিক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
![]() |
অংশগ্রহণ করেনি | |||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() |
১৬ দলের পর্ব | ১৪তম | ১ | ০ | ০ | ১ | ০ | ৬ |
![]() |
উত্তীর্ণ হয়নি | |||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() |
প্রাথমিক পর্ব | – | ১ | ০ | ০ | ১ | ১ | ২ |
![]() |
উত্তীর্ণ হয়নি | |||||||
![]() | ||||||||
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৫ম | ১ | ০ | ০ | ১ | ১ | ২ |
![]() |
উত্তীর্ণ হয়নি | |||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() |
অনির্ধারিত | |||||||
মোট | কোয়ার্টার-ফাইনাল | ৩/২৬ | ৮ | ৪ | ১ | ৩ | ১৩ | ১৪ |